
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে ভারতে শিশু মৃত্যুর সংখ্যা ছিল প্রতি হাজারে ৪৫ জন। এরপর ২০১৯ সালে তা হয় হাজার প্রতি ৩৫জন। এক শিশু কল্যাণমূলক অ্যাপ উদ্বোধনের সময় একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার । 'পালন' নামের এই অ্যাপ উদ্বোধনের সময় তিনি সদ্যোজাতর মৃত্যুর হার নিয়ে একথা জানান।
ভারতী প্রবীণ পাওয়ার বলেন ,'জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় শিশু স্বাস্থ্য নিয়ে একটি উদ্যোগ গড়ে তোলা হয়েছে।' তিনি বলেন, যা দেশের শিশুস্বাস্থ্যের পরিস্থিতিকে পাল্টেছে, এই উদ্যোগের হাত ধরে বহু শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলছেন, 'একটি শিশুর মস্তিষ্কের বিকাশের প্রক্রিয়াটি গর্ভাবস্থায় শুরু হয় এবং গর্ভবতী মহিলার স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। জন্মের পর, শারীরিক বৃদ্ধি ছাড়াও, একটি মানব শিশুর মস্তিষ্কের বিকাশ তার ভবিষ্যত বুদ্ধিমত্তা এবং জীবনের গুণমানের জন্য পথ প্রশস্ত করে। এই যাত্রার প্রতিটি দিন বিশেষ এবং একটি শিশুর বিকাশ, বেড়ে ওঠা এবং শেখার উপায়কে প্রভাবিত করে শুধু এখনই নয়, তার সারা জীবনের জন্য।'
তবে ভারতের শিশু ও সদ্যোজাতর মৃত্যুর হার কমতির দিকে গেলেও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের দিক থেকে এই হার বাংলাদেশেরও পিছনে রেখেথে ভারতকে। ভারত শুধু এই পরিসংখ্যানের নিরিখে মালয়েশিয়া ও পাকিস্তানের থেকে এশিয়ায় এগিয়ে। শিশু মৃত্যু কম করার হারের নিরিখে ভারতের আগে রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। উল্লেখ্য, ২০১৪ সালে ভারতে শিশু মৃত্যুর সংখ্যা ছিল প্রতি হাজারে ৪৫ জন। আর সেই বছর বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ২৮। দেখা যাচ্ছে শিশু মৃত্যুর হার ভারতের গ্রামগুলিতে অনেক বেশি। তার থেকে শহরে মৃত্যুর হার অনেকটাই কম। বঙ্গোপসাগরে নিম্নচাপ! ওড়িশার বন্যা পরিস্থিতিতে শঙ্কার মেঘ, বিপর্যস্ত আড়াই লাখ
কেন্দ্রের 'স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম'এর হাত ধরে শিশুর মৃত্যুর হার কোন জায়গায় কতটা রয়েছে তা জানা যাচ্ছে। সেই তথ্য থেকে জানা গিয়েছে ভারতে শিশু মৃত্যুর একটা বড় কারণ, শিশুর কম ওজন, নিউমোনিয়া, শিশুর দম আটকে মৃত্যু, ডায়রিয়া, আঘাত সহ একাধিক রোগের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, ভারতের ৫৭ শতাংশ মহিলা ও মেয়েদের অ্যানিমিয়ার সমস্যা থাকে। বিশেষ ১৫ থএকে ৪৯ বছর বয়সী মহিলাদের শরীরে এই সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায়। তার ফলেও শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports