আগেকার সময় যেমন প্রত্যেক বাড়িতে বাগান বা ছাদ থাকতো তেমন এখন কোনও বাড়িতে দেখতে পাওয়া যায় না। বাগানের সব যাদের আছে তাঁরা বাড়ির কোনায় বাহারি গাছ রাখেন শুধুমাত্র শখ পূরণ করার জন্য। মানি প্ল্যান্ট, ক্যাকটাস স্নেক প্ল্যান্টের মতো গাছ বাড়ির কোনায় রাখতে দেখা যায় অনেককে।
সাধারণ গাছপালার যত্ন কীভাবে করতে হয় তা সকলে জানলেও বাহারি গাছের যত্ন অনেকেই সঠিক ভাবে করতে জানেন না। নিয়মিত পরিচর্যা করার পরেও বাড়িতে রাখা স্নেক প্ল্যান্টের পাতা অনেক সময় কুঁকড়ে যায়। কেন হয় এমন? জানেন কি?
আরও পড়ুন: ভারত বনাম বিদেশ, এয়ারপোর্ট লাউঞ্জ নিয়ে বিতর্ক! তুলনা টেনে যা দেখালেন ইনফ্লুয়েন্সার
১) স্নেক প্ল্যান্টের জন্য জল দরকার হয় ঠিকই কিন্তু অতিরিক্ত জল বা অতিরিক্ত কম জল কোনওটাই গাছের পক্ষে সঠিক নয়। সবসময় মেপে মেপে জল দিতে হয় কারণ জল যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে পাতা গুটিয়ে যেতে পারে বা কুঁকড়ে যেতে পারে। অন্যদিকে অতিরিক্ত জল দিলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, তাই জল দেওয়ার আগে সবসময় দেখে নিন মাটি শুকনো আছে কিনা। মাটি শুকনো থাকলে তবেই জল দিন, না হলে নয়।
২) অনেক সময় গাছে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয়। যেগুলি চোখে দেখা যায় সেগুলি নিধন আপনি করতে পারবেন কিন্তু যেগুলি চোখে দেখা যায় না সেগুলি থেকে গাছকে বাঁচানো কিছুটা কঠিন হয়ে যায়। ধরুন স্পাইডার মাইট নামক একটি পোকা যাকে আপনি চোখে দেখতে পান না, এমন পোকা যদি আপনার গাছে হানা দেয় তাহলে নিম তেল বা সাবান জল স্প্রে করলেই পোকার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। চোখে দেখা না গেলেও লক্ষণ দেখলে বোঝা যায় যে স্পাইডার মাইট আপনার গাছকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে।
আরও পড়ুন: য়ে বাড়িতেও বুলডোজার! নতুন বউকে ঘরে আনার আগে খেল দেখাল শ্বশুরবাড়ি-ভিডিয়ো
৩) অনেক সময় মাটির সমস্যা থাকলেও গাছের পাতা কুঁকড়ে যায়। মাটি থেকেই যেহেতু গাছ পুষ্টি পায় তাই মাঝে মধ্যে সার দেওয়া জরুরী। মাটি খারাপ হয়ে গেলে নতুন মাটি তৈরি করে তাতে গাছ পুঁতে ফেলতে পারেন।
৪) অনেক সময় অতিরিক্ত গরমের জন্যেও স্নেক প্ল্যান্টের পাতা কুঁকড়ে যায়। খুব বেশি গরম বা ঠান্ডা কোনটাই গাছের জন্য ভালো নয়, তাই ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে স্নেক প্ল্যান্ট রাখা উচিত।