গুড ফ্রাইডের দিনই ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশুখ্রিস্ট। তাঁর আত্মবলিদানকে স্মরণ করেই পালন করা হয় এই বিশেষ দিন। মনে করা হয়, এই দিন তাঁর মুখ থেকে বেরিয়ে এসেছিল শেষ ৭ টি বাক্য। যা খ্রিস্টধর্মে খুব গুরুত্ববাহী। সেই অন্তিম বাক্যগুলির কথা মাথায় রেখেই পালন করা হয় গুড ফ্রাইডে। দিনটির মাহাত্ম্যের কথা স্মরণ করে আপনার পরিচিত ও প্রিয় মানুষদের জানাতে পারেন বিশেষ মেসেজ। পাঠাতে পারেন এই বার্তা।
আরও পড়ুন - ঘন ঘন ফোন ঘাঁটার স্বভাব কমিয়ে দিচ্ছে এই হরমনের ক্ষরণ! বড় বিপদে শৈশব
গুড ফ্রাইডের বিশেষ বার্তা
১. আজকের দিনেই নিজের বলিদান দিয়েছিলেন যিশুখ্রিস্ট। আসুন আমরা তাঁর পবিত্র উৎসর্গকে স্মরণ করি। আপনার উপর করুণাময় ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হোক।
২. মানবজাতির উন্নয়নের জন্য নিজেকে বলি দিয়েছিলেন যিশুখ্রিস্ট। তাঁর পবিত্র বাক্য যেন সবসময় আমাদের মনে থাকে।
৩. এমনই এক পবিত্র শুক্রবার খ্রিস্টধর্মে স্মরণীয় হয়ে আছে ওই যুগপুরুষের জন্য। আসুন তাঁকে সবাই মিলে স্মরণ করি। তোমার উপর করুণাময় ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হোক।
আরও পড়ুন - হার্টের রোগ বাড়ছে হিমোফিলিয়া রোগীদের মধ্যেও! সেরা চিকিৎসা কোন পথে?
৪. ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু বলে গিয়েছিলেন তাঁর শেষ ৭ পবিত্র বাণী। এই বাণী যেন আজীবন আমাদের পাথেয় হয়ে থাকে।
৫. আপনার জীবনে শান্তি আসুক। সব বাধা বিপত্তি কেটে যাক। যিশুর করুণা আপনার উপর বর্ষিত হোক আজীবন।
৬. আজকের দিনটি আমাদের জন্য সবচেয়ে পবিত্র। এমন দিনে আমাদের জীবনও যেন পবিত্র হয়ে ওঠে তাঁর করুণায়। তোমার উপর করুণাময় ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হোক।
৭. গুড ফ্রাইডে মানেই খ্রিস্টধর্মের এক বিশেষ দিন। এই দিনটির গুরুত্ব যেন আজীবন আমরা বহন করে চলতে পারি। প্রত্যেকের জীবন যেন এই তাৎপর্যে বিশেষ হয়ে ওঠে।
৮. গুড ফ্রাইডের দিনই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা। কিছু ধর্মান্ধ মানুষের জন্য আত্মবলিদান দিতে হয় আমাদের প্রিয় যিশুকে। এই দিনটির কথা মনে রেখে যেন আমরা ধর্মকে সঠিকভাবে পালন করতে পারি।
৯. গুড ফ্রাইডের দিন আমাদের সব পাপের বোঝা মাথা পেতে নিয়েছিলেন যিশুখ্রিস্ট। তাঁর এই আত্মত্যাগ আমাদের গোটা জীবন দিয়ে উপলব্ধি করতে পারি, এটাই প্রার্থনা। তোমার উপর করুণাময় ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হোক।
১০. যিশুর আত্মবলিদান যেন বিফল না যায়। আমাদের জীবনের উন্নতির মধ্যে দিয়ে প্রতিফলিত হোক তাঁর আত্মত্যাগ। এটাই আমার প্রার্থনা গুড ফ্রাইডের দিন।