‘মসদিজে নামাজ পড়ুন। তার চেয়েও ভালো হল, বাড়িতে নামাজ পড়া। কারণ প্রার্থনার সবচেয়ে ভালো জায়গা হল বাড়ি। রাস্তা বন্ধ করে নামাজ পড়া বন্ধ হোক।’ সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্য রেখেছেন তসলিমা নাসরিন। আর তা নিয়েই বিতর্কে সপ্তমে।
বহু যুগ ধরেই তসলিমা নাসরিন মুসলমান সমাজে চলা নানা রীতি নীতির বিরোধিতা করে আসছেন। তবে শুধু বিরোধিতা নয়, কখনও কখনও নিরপেক্ষভাবে নিজের মতামতও জানিয়েছেন তিনি। তবে এবার ধর্মাচার নিয়ে সরাসরি আপত্তি তোলায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর সমালোচনা করেছেন।
যদিও নামাজ পড়া নিয়ে তিনি সরাসরি কোনও আপত্তিকর মন্তব্য করেননি। তাঁর বক্তব্য, মুসলমানদের মসজিদে নামাজ পড়ার অধিকার খর্ব হওয়া উচিত নয়। তিনি সেই অধিকারের পক্ষে। তবে তাঁর মতে, প্রার্থনার শ্রেষ্ট জায়গা হল বাড়ি। কিন্তু রাস্তায় নামাজ পড়া নিয়ে তাঁর আপত্তি আছে।
তসলিমার কথায়, রাস্তা আটকে, যনচলাচল বন্ধ করে নামাজ পড়া উচিত নয়। তিনি এর বিরোধী। তাঁর দাবি, অবিলম্বে পৃথিবীর সব জায়গায় রাস্তা বন্ধ করে নামাজ পড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত।