দেখতে দেখতে শুরু হয়ে গেল ধনতেরাসের শুভ মুহূর্ত। সংসারকে সুখ ও সমৃদ্ধির আলোকে পূর্ণ করে তোলার মাহেন্দ্রক্ষণ ধনতেরাস। তবে শুধু নিজের পরিবার নয়। পরিচিত ও আত্মীয়দের পরিবারের জন্যও মনে মনে একই শুভকামনা থাক। তাদেরও জানান দিনটির শুভকামনা। পাঠিয়ে দিন ধনতেরাসের শুভেচ্ছাবার্তা। আপনার জন্যই রইল বাছাই করা কয়েকটি সেরা শুভেচ্ছাবার্তা।
- সর্বদা আপনার সংসারে অর্থের বর্ষণ হোক। ধনতেরাসের শুভ লগ্নে এই কামনাই করি। ধনতেরাসের শুভেচ্ছা!
(আরও পড়ুন: উপসর্গ ছাড়াই বিকল হতে পারে কিডনি! ৩ ছোট্ট বদল আনুন রোজকার খাবারে)
- যে কাজই আজ শুরু করবেন তাতেই সাফল্য আসুক। আপনার সব স্বপ্ন পূর্ণ হোক। এই কামনা করি। ধনতেরাসের শুভেচ্ছা।
- ধনতেরাসে আপনার মনের সব কামনা পূর্ণ হোক। সব আশা সত্যি হোক, এই কামনা করি। শুভ ধনতেরাস।
- আজকের দিনে আপনার সংসার জুড়ে সমৃদ্ধি আসুক। মা লক্ষ্মী পা রাখুক সবার ঘরে! শুভ ধনতেরাস ২০২৩।
- আপনার পরিবার জড়িয়ে থাকুক মায়ার বাঁধনে। সর্বদা মা লক্ষ্মী ও কুবেরের কৃপাদৃষ্টি আপনাদের সংসারে থাকুক। ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা।
- ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক যত দুঃখ-অশান্তি। সংসারে আসুক সুখ সমৃদ্ধি! শুভ ধনতেরাস!
(আরও পড়ুন: এই শাক খেলে আর ‘পচবে’ না লিভার! হার্টও কাজ করবে তরুণদের মতো)