1 মিনিটে পড়ুন Updated: 23 May 2023, 09:01 PM ISTSuman Roy
Bryan Johnson: ১৮ বছর বয়সে ফিরে যেতেই হবে। তাই অদ্ভুত পরীক্ষায় মেতেছেন ধনকুবের ব্রায়ান জনসন। এবার সেই পরীক্ষার অংশীদার হলেন তাঁর বাবা এবং ছেলে।
ব্রায়ান জনসন, সঙ্গে তাঁর ছেলে এবং বাবা
গত বছর খানেক ধরেই আলোচনায় ধনকুবের ব্রায়ান জনসন। কারণ তিনি দাবি করেছেন, বয়স কমানো সম্ভব। এবং তার জন্য তিনি খরচ করছেন কোটি কোটি টাকা। শরীর নিয়ে চলছে চরম পরীক্ষা নিরীক্ষা। এই সব কারণেই আলোচনায় থাকেন তিনি। এবার তাঁর সেই পরীক্ষার অংশ হয়ে গেলেন তাঁর বাবা এবং ছেলেও। কীভাবে? সেটাই এখন আলোচনার বিষয়।
দীর্ঘ দিন ধরেই বয়স কমানোর জন্য নানা পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন ব্রায়ান। তাঁর দাবি, তিনি বয়সের চাকা উলটো দিকে ঘোরাতে পারবেন। এবং এবাবেই তিনি নাকি ১৮ বছরের বয়সে ফিরে যেতে পারবেন। কিন্তু এত দিন পর্যন্ত তাঁর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার কেন্দ্রে ছিলেন তিনি নিজেই। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। এবার তিনি তাঁর পরীক্ষার অংশ হিসাবে সঙ্গে নিলেন তাঁর বাবা এবং ছেলেকে।
কী বলেছেন ব্রায়ান? তিনি বলেছেন, আলাদা আলাদা শরীর এবং মন হলেও তিন প্রজন্ম এখন একই বায়োলজির অংশ। আর সেটিই নাকি বয়স কমানোর দিকে তাঁকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। কী করেছেন তিনি?
জানা গিয়েছে, তিনি তাঁর ছেলের শরীর থেকে এক লিটার প্লাজমা সংগ্রহ করেছেন। সেই প্লাজমা দেওয়া হয়েছে তাঁর শরীরে। এর পরে তাঁর শরীর থেকে একই ভাবে এক লিটার প্লাজমা সংগ্রহ করা হয়েছে। সেটি দেওয়া হয়েছে তাঁর বাবাকে।