বাংলা নিউজ > টুকিটাকি > Aliens are making women pregnant: ভিনগ্রহীরা এসে ধর্ষণ করছে, অনেকেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন তার ফলে, দাবি রিপোর্টে
পরবর্তী খবর
ভিনগ্রহের যান বা UFO সম্পর্কে নানা সময়ে প্রচুর কথা শোনা যায়। যদিও আজ পর্যন্ত এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তা বলে সেই যান থেকে বেরিয়ে ভিনগ্রহীরা অহরহ আসছে আর মহিলাদের ধর্ষণ করে চলে যাচ্ছে! তার ফলে বহু মহিলা নাকি অন্তঃসত্ত্বা! এমন আজব কথা এর আগে শোনা যায়নি। কিন্তু এটিই শোনা গিয়েছে হালে। তাও আবার আমেরিকার প্রতিরক্ষা দফতরে জমা পড়া রিপোর্টে। সেখানে দাবি করা হয়েছে, ভিনগ্রহীরা মানুষের সঙ্গে যৌনসম্পর্ক করছে, ধর্ষণ করছে এবং অনেক মহিলা গর্ভবতী হয়ে পড়েছেন তার ফলে।