বাংলা চ্যানেলের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় চ্যানেল হল জি বাংলা। একাধিক জনপ্রিয় ধারাবাহিক এবং রিয়ালিটি শো সম্প্রচারিত হয় এই চ্যানেলের মাধ্যমে। তবে এবার জি বাংলা সিনেমাও দর্শকদের জন্য আনতে চলেছেন একগুচ্ছ নতুন উপহার। ধারাবাহিকের পাশাপাশি একাধিক রিয়ালিটি শো দেখানো হবে এই চ্যানেলে।
ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে বেশ কয়েকটি ধারাবাহিকের প্রমো মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল এমন একটি গানের রিয়ালিটি শোয়ের প্রমো, যা দেখে মুগ্ধ সকলে। অনীক ধর উপস্থাপিত এই গানের অনুষ্ঠানটির নাম সোনার জলসাঘর।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
প্রমোর প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে বাদ্যকর অভি কাশ্যপ শর্মাকে। বাঁশির সুরে মুগ্ধ করতে আসছে এই ছোট্ট খুদে। ছোট্ট গায়েনকে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন সারেগামাপা খ্যাত গায়িকা অদিতি মুন্সি।
এরপরেই দেখতে পাওয়া যাচ্ছে, আরাধ্যা মজুমদার নামের একটি ছোট্ট শিশু শিল্পীকে। শিশুশিল্পীকে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন জি বাংলা সারেগামাপা খ্যাত পৌষালী গোস্বামী।
প্রমো শুরু হতেই বোঝা যাচ্ছে এই অনুষ্ঠানে শুধু খুদে সঙ্গীতশিল্পী একা নন, তাকে সঙ্গ দেবে অন্য খুদে বায়েন অর্থাৎ বাদ্যকার। গান এবং সুরের মূর্ছনায় ভাসবে গোটা মঞ্চ। এই গানের মহাগুরুর আসনে থাকবেন পন্ডিত তন্ময় বোস।
অদিতি এবং পৌষালী ছাড়াও আরও তিনজন মহিলা বিচারককে দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠানে। সব মিলিয়ে সুরের মূর্ছনায় সকলকে মাতাতে আসতে চলেছে এই জমজমাট গানের অনুষ্ঠানটি।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
প্রমো থেকে এইটুকু স্পষ্ট যে সপ্তাহে তিন দিন এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। তবে কোন তিন দিন অথবা কোন সময়ে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে তা জানা যায়নি। তবে প্রমো থেকে এতটুকু স্পষ্ট যে জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের মতোই এই অনুষ্ঠানটিও বেশ আকর্ষণীয় একটি অনুষ্ঠান হতে চলেছে।