69th National Film Awards: জাতীয় ফিল্ম পুরস্কারের মঞ্চে আলিয়ার পাশে রণবীর। বউয়ের সাফল্যের উদযাপনে মাতোয়ারা তারকা। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান গেল ওয়াহিদা রহমানের ঝুলিতে।
জাতীয় পুরস্কার গ্রহণ করলেন তারকারা
অগস্ট মাসেই ঘোষিত হয়েছিল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা। অবশেষে নবরাত্রির আবহে বিজয়ীদের হাতে উঠল সেরার শিরোপা। আলিয়া থেকে আল্লু, কৃতী থেকে মাধবনরা এদিন চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে।
চলতিবার ভারতী চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার, দাদাসাহেব ফালকে-তে সম্মানিত হলেন ষাট ও সত্তরের দশকের সাড়া জাগানো নায়িকা ওয়াহিদা রহমান। ক্রিম রঙা শাড়িতে ঝলমলে ৮৫ বছর বয়সী অভিনেত্রী। পুরস্কার হাতে আবেগতাড়িত তিনি, চোখ ছলছল করে উঠল তাঁর। ‘গাইড’, ‘প্যায়াসা’, ‘কাগজকে ফুল’, ‘চৌদভি কা চান্দ’-সহ অজস্র হিট ছবির লিডিং লেডি হিসাবে দর্শক দেখেছে তাঁকে। পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানে আগেই ভূষিত হয়েছেন ওয়াহিদ, এবার মিলল চলচ্চিত্রের সবচেয়ে সম্মানীয় পুরস্কার। আরও পড়ুন-‘সিনেমা করে কত টাকা পেলে?’ 'বহুত চালু' মদনকে প্রশ্ন দিদির! গানে গানে মমতা-বন্দনা বিধায়কের
এদিন নয়া দিল্লির বিজ্ঞানভবনে বসেছিল পুরস্কারের বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। লাল গালিচায় দূরদর্শনকে অভিনেত্রী বলেন, এই পুরস্কার তাঁর কাছে বিরাট সম্মানের। তরুণ প্রজন্মকে নিজেদের স্বপ্নের পথে অবিচল থাকার উপদেশ দেন ওয়াহিদা, আর এই পুরস্কার উৎসর্গ করেন গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে।