বর্তমানে ভারতীয় ক্রিকেট দল যাচ্ছে একটি ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে। কদিন আগেই ভারতীয় দলের দুই কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়া সিরিজের সময়ই রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ফলে বর্ডার গাভাসরক সিরিজ হারের জেরেই যে এই অবসর, সেকথা বলাই বাহুল্য। গত বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ক্ষেত্রে ভারত ফেভারিট থাকলেও তাঁরা শেষ পর্যন্ত টপ টুতে শেষ করতে পারেনি, অর্থাৎ ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয় তাঁদের।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে ফুল ফ্লপ ছিলেন। বিরাট যাও বা পার্থ টেস্টে শতরান করেছিলেন, রোহিত তো গোটা সিরিজেও ১০০ রানের গণ্ডি টপকাতে পারেননি অস্ট্রেলিয়ায় গিয়ে। আর দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজেও কিউয়ি স্পিনারদের ঘূর্ণিতে বেকায়দায় পড়ে যায় ভারত। মে মাসেই রোহিত এবং বিরাট পরপর অবসর নেন।
বিরাট-রোহিতের অবসরের কারণ জানালেন শার্দুল
এবার মুম্বইয়ের তারকা ক্রিকেটার তথা বিরাট কোহলি, রোহিত শর্মাদের সতীর্থ শার্দুল ঠাকুরই মুখ খুললেন দলের দুই সেরা তারকার অবসর নেওয়া নিয়ে। শুভমন গিল ভারতীয় টেস্ট দলকে ক্যাপ্টেন্সি করতে চলেছেন আগামী সিরিজে। শার্দুল মনে করছেন বিরাটদের নেওয়া এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত হলেও এর পিছনে রয়েছে বাস্তবিক এক কারণ। রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ‘ওরা এই ক্রিকেটের অন্যতম অভিজ্ঞতম ক্রিকেটার। এমন সিদ্ধান্ত সব সময়ই ব্যক্তিগত হয়। কিন্তু এই সিদ্ধান্ত কেউ তখনই নেয়, যখন তাঁদের মনে হয় যে আগের মতো আর তাঁরা দাপট দেখাতে পারছেন না বা বোলারদের শাসন করতে পারছেন না ’।
আবহাওয়া চ্যালেঞ্জ, সেরাটা দিতে হবে জুনিয়রদের
শার্দুল অবশ্য মনে করছেন, গিলদের খুব বেশি অসুবিধা হবে না। কারণ জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা ড্রেসিংরুমে থাকছেন। তাঁর কথায়, ‘ দলের মধ্যে সিনিয়র জুনিয়র কম্বিনেশনে ভালো বোঝাপড়া আছে। সিনিয়র ক্রিকেটাররা রয়েছে। জাদেজাই এখন সব থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। এই প্রতিযোগিতা সবার পরীক্ষা। দায়িত্ব পালন করতে হবে, নেতৃত্ব দিতে হবে। উঠতি ক্রিকেটারদের এই সুযোগ কাজে লাগাতে হবে। আর ইংল্যান্ডে আমার মনে হয় আবহাওয়া প্রধান চ্যালেঞ্জ। কারণ সূর্য থাকলে গরম, আবার হঠাৎ করেই ঠান্ডা পড়তে পারে। বৃষ্টি হলে সেটা আবার আলাদারকমের পরিবেশ তৈরি করে ’।