কিছুদিন আগে অভনীত কৌরের পোস্টে বিরাট কোহলির লাইক দেখে হইচই পড়ে গিয়েছিল। সেই সময়ই ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য জানান যে তাঁকে নাকি কোহলি ব্লক করেছেন ইনস্টাগ্রামে। তিনি ক্রিকেটার তো বটেই, তাঁর ভক্তদেরও নানা কটূ কথা বলেন। এদিন একেবারেই অন্য সুর শোনা গেল তাঁর গলায়।
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী ঘটেছে?
এদিন একটি পোস্ট করে রাহুল বৈদ্য জানান তাঁকে নাকি বিরাট কোহলি আনব্লক করেছেন। সেই জন্য তিনি ক্রিকেটারকে ধন্যবাদ দেন। শুধু তাই নয়, কিছুদিন আগেই বলা কটূ কথা ভুলে প্রশংসায় পঞ্চমুখ হলেন বিরাটের।
রাহুল বৈদ্য এদিন লেখেন, 'বিরাট কোহলি ধন্যবাদ আমায় আনব্লক করার জন্য। আপনি অন্যতম সেটা ক্রিকেটার। আপনি ভারতের গর্ব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনার পরিবারকেও।'
তিনি এই পোস্ট করতেই তাঁকে পাল্টা কটাক্ষ শুনতে হয়। এদিন এক ব্যক্তি লেখেন, 'কী হাওয়া বেরিয়ে গেল?' দ্বিতীয় জন লেখেন, 'কেরিয়ার কী শেষ হতে বসেছে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এত গলাবাজি, এত কিছু। হঠাৎ সুর বদলে ফেললেন কেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনি বিরাট বা ওর ভক্তদের যা যা বলেছেন ওতে ওদের কিছু যায় আসেনি। কিন্তু আপনার যে এসেছে সেটা বোঝাই যাচ্ছে। তাই বলি অকারণ লোককে কাঠি করো না। নিজের কাজ করো।'
প্রসঙ্গত, কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন রাহুল। সেখানে তিনি ক্রিকেটারের নাম করে লেখেন, 'বিরাট কোহলির ভক্তরা ওর থেকেও বড় জোকার সব এক একটা।' তিনি এদিন এও বলেন বিরাটের ভক্তরা নাকি তাঁর বোন এবং স্ত্রীকে অপমান করছে, গালিগালাজ করছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, 'আমায় গালিগালাজ করছ ঠিক আছে কিন্তু আপনারা আমার স্ত্রী, বোনকেও গালিগালাজ করছেন যাঁদের এটার সঙ্গে কোনও লেনদেন নেই। তার মানে আমি ঠিকই ছিল যে বিরাট কোহলির ভক্তরা সব জোকার। ২ পয়সার জোকার।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কিছুদিন আগে অভনীত কৌরের একটি পোস্টে বিরাট কোহলি লাইক করতেই শুরু হয় চর্চা। তৈরি হয়ে বিতর্কও। যদিও ইতিমধ্যেই বিরাট কোহলি জানিয়েছেন তিনি মোটেই অভনীতের কোনও পোস্টে লাইক করেননি। বরং এটার দায় তিনি ইনস্টাগ্রামের উপর চাপিয়েছেন। বলেছেন এই সোশ্যাল মিডিয়া অ্যাপের অ্যালগরিদমের জন্যই নাকি এমন ঘটেছে।