রণবীর-আলিয়ার বিয়ের পারফেক্ট ফ্যামিলি ছবি কি ঋষি কাপুর ছাড়া সম্ভব? একমাত্র ছেলেকে বরবেশে দেখাই ছিল প্রয়াত তারকার একমাত্র স্বপ্ন। তিনি সশীররে উপস্থিত না থাকলেও ‘রালিয়া’র বিয়েতে তাঁর আর্শীবাদ সঙ্গে ছিল বর-কনের। শত আনন্দ, উচ্ছ্বাস আর সেলিব্রেশনের মাঝে ঋষি কাপুরকে মিস করেছে গোটা কাপুর খানদান। প্রয়াত তারকার নাম বারবার উঠে এসেছে সবার মুখে।
রবিবার ইনস্টাগ্রামে ভাইরাল হয় একটি ভিডিয়ো যেখানে রণবীর-আলিয়ার বিয়ের নিঁখুত ফ্যামিলি পিকচার-এ সাজুগুজু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঋষি কাপুরকে। ঠিক নীতু কাপুরের পিছনে, ঋদ্ধিমার স্বামী ভারত সাহানির পাশে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন চিন্টুজি। ঋষি কন্যা ঋদ্ধিমা এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। এই ভিডিয়ো দেখে রীতিমতো চোখে জল নেটিজেনদের।
আসলে এটি সম্ভব হয়েছে ফটোশপের দৌলতে। 'ডিজাইন গিরি ইন্ডিয়া' নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে ফটোশপের সাহায্যে ঋষি কাপুরকে জুড়ে দেওয়া হয়েছে রণবীর-আলিয়ার বিয়ের একটি ছবির সঙ্গে। ছবি শেয়ার করে সেখানে ওই জনৈক লিখেছে, ‘এবার পরিবার সম্পূর্ণ হল’।
এই ভিডিয়ো নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করে স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানিরা। অরিজিন্যাল ছবিটি নীতু কাপুর নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছিলেন। ছবিতে রয়েছেন আলিয়ার বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট। অন্যদিকে কাপুর খানদানের তরফে রয়েছেন দুলহে মিঁয়া রণবীর, তাঁর দিদি ঋদ্ধিমা, জামাইবাবু ভারত এবং মা নীতু কাপুর। অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরিবার’।

সম্প্রতি কালার্সের ‘হুনরবাজ’-এর মঞ্চে নীতু কাপুরকে বলতে শোনা গিয়েছে, ‘ঋষি জি’র অন্তিম ইচ্ছা ছিল ছেলের বিয়ে দেখবার। আর আমি দেখছিলাম, ওঁনার শেষ ইচ্ছা পূরণ হচ্ছে। কিন্তু যদি উনি নিজেও থাকতেন এটার সাক্ষী। তবে আমি জানি উনি ঠিক দেখছেন'।
রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠানেও রণবীরের হাতে বাবার একটি ফটো দেখা গিয়েছে। নাচতে নাচতেই বাবার ছবি কাছে টেনে নিয়েছিলেন রণবীর।
গত বৃহস্পতিবার রণবীরের বাড়ি ‘বাস্তু’তে চার পাক ঘুরে নতুন জীবন শুরু করেছেন রণবীর-আলিয়া। এদিন পূর্ণতা পেল তাঁদের পাঁচ বছরের প্রেম। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু এই প্রেমের গল্প। শনিবার ঘনিষ্ঠদের জন্য একটি পার্টিরও আয়োজন করেছিল নবদম্পতি।