বলিউড অভিনেতা সইফ আলf খানের ওপর হামলা নিয়ে মন্তব্য করে সম্প্রতি খবরের শিরোনামে থাকা অভিনেতা উর্বশী রাউতেলা জানিয়েছেন, তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে প্রার্থনাও করতে বলেছেন তিনি।
রবিবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অভিনেত্রী জানান, তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে আপডেটটি শেয়ার করে নেন উর্বশী। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন উর্বশীর মা মীরা রাওতেলা। উর্বশীনকে জাতীয় পতাকা হাতে মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়।
ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, 'প্লিজ আমার মায়ের জন্য প্রার্থনা করুন সকলে #MeeraRautela (হাত ভাঁজ করা ইমোজি)'।
তবে মাকে কেন ভর্তি করানো হল হাসপাতালে, কী রোগ তাঁর, এসব কিছুই জানানি উর্বশী। কোন হাসপাতালে ভর্তি রয়েছেন মীরা, তাও স্পষ্ট নয়। ফলত মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের থেকে।
একজন লিখেছেন, 'জলদি সেরে উঠুন ম্যাম', আরেকজন লিখেছেন, 'গেট ওয়েল সুন'।আরেকজন লিখেছেন, 'রাজকুমারী উর্বশী @urvashirautela এবং রানী মীরার @meera_rautela জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন।' তবে আরেকাংশ এটিকে পাবলিসিটি স্টান্ট হিসেবেই দেখছেন। মন্তব্য পড়েছে, ‘এই মেয়েটার মা-ও কম যায় না’। দ্বিতীয়জন লেখেন, ‘ইমেজ শুধরানোর চেষ্টা’। তৃতীয়জন লেখেন, ‘এ মা উর্বশী ডাকু মহারাজ বলতে ভুলে গিয়েছে।’
উর্বশী সম্পর্কে
সম্প্রতি ডাকু মহারাজ ছবিতে দেখা গিয়েছিল উর্বশীকে। এতে আরও অভিনয় করেছেন নন্দমুরি বালাকৃষ্ণ ও ববি দেওল। ছবিটিতে তার উপস্থিতি, বিশেষত দাবিদি দিবিদি গানে তার উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া সত্ত্বেও, ছবিটি মাত্র চার দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি আয় করতে সক্ষম হয়েছিল, নির্মাতাদের মতে। ববি কোহলি পরিচালিত এই ছবিতে শ্রদ্ধা শ্রীনাথ, প্রকাশ রাজ প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সঙ্গীত পরিচালনা করেছেন এস থামান। অ্যাকশন ছবিতে নন্দমুরি বালাকৃষ্ণ হলেন সেই ডাকাত যাকে 'ডাকু মহারাজ' বলে সম্বোধন করা হয়। ববি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন যিনি মানুষকে নির্যাতন করেন।
সইফ আলি খানের উপর হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্বশী। সইফ আলি খানের উপর হামলা নিয়ে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি৷ সইফের বাড়ির হামলা নিয়ে কথা বলার সময় তিনি নিজের আঙুলে থাকা হিরার প্রসঙ্গ টেনেছিলেন৷ যা নিয়ে রীতিমতো ট্রোল হয়ে আসছেন বিগত ১ সপ্তাহ ধরে। তিনি একটি পোস্ট করে ক্ষমাও চান, তবে পরে এটি মুছে ফেলেন। তাতেও সেরকম লাভের লাভ হয়নি।