বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed-Raj Kundra: 'অন্যদের উলঙ্গ করে যে...' উরফির পোশাক নিয়ে মন্তব্য, রাজ কুন্দ্রাকে ধুয়ে দিলেন ফ্যাশনিস্তা
Uorfi Javed-Raj Kundra: 'অন্যদের উলঙ্গ করে যে...' উরফির পোশাক নিয়ে মন্তব্য, রাজ কুন্দ্রাকে ধুয়ে দিলেন ফ্যাশনিস্তা
1 মিনিটে পড়ুন Updated: 07 Oct 2023, 10:02 PM ISTSubhasmita Kanji
Uorfi Javed-Raj Kundra: স্ট্যান্ড আপ কমেডি শুরু করলেন শিল্পা শেট্টির বর রাজ কুন্দ্রা। সেখানেই তিনি উরফি জাভেদের পোশাক নিয়ে মন্তব্য করে বসেন। এবার তার জবাব দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
উরফির পোশাক নিয়ে জোকস! রাজ কুন্দ্রাকে তুলোধনা করলেন তিনি
উরফি জাভেদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন শিল্পা শেট্টির বর রাজ কুন্দ্রা। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন তিনি। প্রসঙ্গত রাজ সদ্যই স্ট্যান্ড আপ কমেডি শুরু করেছেন। সেটা করতে গিয়েই তিনি উরফিকে নিয়ে মজা করেন।
রাজ এদিন তাঁর বক্তব্যে পাপারাৎজিদের একহাত নেন। পর্নোগ্রাফি কেসের সময়কার কথা মনে করে তাঁর একটি জোকসে পাপারাৎজিদের নিয়ে মজা করেন। এরপরই তিনি উরফিকে নিয়ে কথা বলেন।
রাজ ঠিক কী বলেছেন উরফিকে নিয়ে?
রাজ যেমন মাস্ক পরেই আজকাল পথেঘাটে বেরোন তেমন ভাবেই এদিন তাঁকে স্টেজে উঠতে দেখা যায়। তারপর তিনি বলেন, ‘গত দুই বছরে আমায় কেউ যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে তাঁরা হলেন পাপারাৎজিরা। কারণ এঁদের তো দুজনই স্টার এক আমি, আরেকজন উরফি। আর মিডিয়া তো এটাই এখন দেখে যে রাজ কুন্দ্রা কী পরেছে আর উরফি কী পরেনি।’ এরপরই উরফি তাঁকে উত্তর দেন
রাজকে নিয়ে উরফি কী বললেন?
রাজ কুন্দ্রার সেই ভাইরাল ভিডিয়ো শেয়ার করে উরফি জাভেদ তাঁকে পর্ন কিংয়ের তকমা দেন। তিনি সেই পোস্টে লেখেন, 'অন্যদের উলঙ্গ করে যে টাকা রোজগার সে এখন আবার আমার পোশাক নিয়ে কথা বলবে নাকি!' যদিও উরফির এই কটাক্ষের পর রাজ পাল্টা কোনও জবাব দেননি তাঁকে।