1 মিনিটে পড়ুন Updated: 06 Oct 2022, 05:35 PM ISTSanchari Kar
তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন অনুষ্ঠানে ডাকা হল সাজিদকে? 'বিগ বস'-এর নয়া সিজন শুরু হওয়ার পর এই প্রশ্ন উঠেছে নানা মহলে।
উরফি মুখ খুললেন সাজিদের বিরুদ্ধে।
বেশ কয়েক বছর আগে '#মিটু' তিরে বিদ্ধ হয়েছিলেন। যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। এ বার তিনিই 'বিগ বস'-এর বাড়ির অতিথি। রিয়্যালিটি শোয়ের ষষ্ঠদশ সিজনে অংশগ্রহণ করেছেন বলিউডের এই বিতর্কিত পরিচালক।
তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন অনুষ্ঠানে ডাকা হল সাজিদকে? 'বিগ বস'-এর নয়া সিজন শুরু হওয়ার পর এই প্রশ্ন উঠেছে নানা মহলে। জনপ্রিয় এই রিয়্যালিটি শোকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। এ বার পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন 'বিগ বস ওটিটি'-র প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদ। তাঁর কথায়, 'এ ধরনের মানুষদের সমর্থন করা মানে তাদের কাজকেও সমথন করা। এই লোকগুলোর জানা উচিত, ওরা যা করেছে, তা ভুল। এত সহজে ওরা রেহাই পাবে না।'
২০১৮ সালে 'মিটু আন্দোলন'-এর ঢেউয়ের প্রভাব পড়ে সাজিদের জীবনে। একাধিক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। কাজের 'টোপ' দিয়ে সাজিদ তাঁদের যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। উরফি বললেন, 'সাজিদ যা করেছেন, তার জন্য উনি কখনও ক্ষমা চাননি। যাদের উনি হেনস্থা করেছেন, তাদের কেমন লাগছে ভাবুন তো! এতগুলো মহিলার সঙ্গে অন্যায় করেও টেলিভিশন শোয়ে অংশগ্রণের সুযোগ পেলেন। হেনস্থাকারীদের সমর্থন করা বন্ধ করুন।'(আরও পড়ুন: স্কার্টের বদলে ঘড়ি ঝুলিয়ে সামনে এলেন উরফি! পোশাকে বোঝালেন সময়ের কত মূল্য)