বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে
একদিকে যখন মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে সিবিআইয়ের প্রশ্নের মুখে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী, তখনই সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। শুক্রবার সুশান্তের বাবা কেকে সিং এবং দিদি নীতু সিং (রানিদিদি)-এর সঙ্গে দেখা করলেন ভারতের রিপাব্লিকান পার্টির সভাপতি রামদাস আটাওয়ালে।