নাম ইন্দ্রনীল মল্লিক, টেলিপর্দার অতি পরিচিত নাম তিনি। বহু জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরে তাঁকে চিনেছেন টেলিপর্দার দর্শক। তবে সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে মা বনানী মল্লিকের সঙ্গে এসে একী বললেন ইন্দ্রনীল!
টলিপাড়ায় যখন একের পর এক বিয়ে ভাঙার মরসুম চলছে ঠিক তখনই ইন্দ্রনীলের মন্তব্য তাঁরও নাকি বউ-এর সঙ্গে বহুদিন দেখা হয় না। কিন্তু কেন? দ্বিতীয় স্ত্রী সায়ন্তনী সেনগুপ্তের সঙ্গেও কি তবে ইন্দ্রনীলের দূরত্ব তৈরি হয়েছে? ইন্দ্রনীলের এমন কথায় রচনা বন্দ্যোপাধ্যায়ই বা কী বললেন! ঠিক কী ঘটেছে?
সম্প্রতি দিদি নম্বর ওয়ানে এসে একটা মজার গল্প শোনান অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। তিনি বলেন, ‘একজন লোক বিয়ে করতে চলেছে, তো সে জ্যোতিষীর কাছে গেছে। সে বলে, গুরুজি হাত দেখে বলুন যে কেমন ফিউচার আছে? গুরুজি দেখে বলেন, প্রথম তিন বছর সমস্ত কাজ করতে হবে। প্রচুর সমস্যা রয়েছে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, অনেক অত্যাচার সহ্য করতে হবে। লোকটি জিগ্গেস করে, তারপর গুরুজি? তারপর সব ঠিক হয়ে যাবে? গুরুজি তখন বলেন, নাহ, তারপর সব অভ্যেস হয়ে যাবে।’ ইন্দ্রনীলের এমন কথায় হো হো করে হেসে ফেলেন রচনা। হাসতে শুরু করেন ইন্দ্রনীলের মা বনানী মল্লিক সহ উপস্থিত অন্যান্যরাও হাসতে শুরু করেন।
তবে ইন্দ্রনীলের কথায়, বনানী মল্লিক বলেন, ‘সেটাই হয়েছে আসলে…’ ইন্দ্রনীল বলেন, ‘দিনে দিনে তাই তো আমি ভার্সেটাইল হয়ে যাচ্ছি। গান গাইছি, ভ্লগ করছি, আরও কাজ খুঁজছি, যাতে বাড়ির বাইরে থাকতে হয়।’ রচনা প্রশ্ন করেন, ‘আর সে (ইন্দ্রনীলের বউ) কী করছে? তার খবর কী? তার সঙ্গে তো বহুদিন দেখা হয়নি আমার।’ আর ঠিক তখনই ইন্দ্রনীল বলেন, ‘হ্যাঁ, আমারও অনেকদিন দেখা হয়নি।’ এমন কথায় সজোরে হাসতে থাকেন রচনা।
তবে পুরো বিষয়টাই ঘটেছে মজা করে। বাস্তবে ইন্দ্রনীল-সায়ন্তনীর সম্পর্কে চিড় ধরেনি। ইন্দ্রনীল-সায়ন্তনী দুজনেই টেলি অভিনেতা, তাই কাজে ব্যস্ত থাকার কারণেই তাঁদের কম দেখা হয়, সেটাই আসলে বলতে চেয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত ২০২১-এর ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী সেনগুপ্ত। তারপর থেকে সুখেই সংসার করছেন তাঁরা। যদিও সায়ন্তনীর আগে ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইন্দ্রনীল। তবে তাঁদের সেই বিয়ে বেশিদিন টেকেনি।
প্রসঙ্গত, ‘ক্ষীরের পুতুল’,জয়ী’,‘বধূবরণ’,‘মিলন তিথি’ র মতন জমজমাট ধারাবাহিকে দেখা গিয়েছে সায়ন্তনী সেনগুপ্তকে। অন্যদিকে ‘ত্রিনয়নীর মতো ধারাবাহিকের মুখ ছিলেন ইন্দ্রনীল। এছাড়াও ’ধ্রুবতারা', ‘রিমলি’ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন ইন্দ্রনীল।