Tota Roy Choudhury: বাণিজ্যিক ছবিতে ফিরছেন টোটা। রাজা চন্দর হাত ধরে পর্দায় ফিরছে নির্ভীক পুলিশ অফিসার রণদীপ রায়। শপথের সিকুয়েল নিয়ে ব্যস্ত নায়ক।
কমার্শিয়্যাল ছবিতে টোটা
২০২৩ সালটা অভিনেতা টোটা রায়চৌধুরীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘রিজেক্ট’ করা চরিত্রে অভিনয় করে গোটা দেশের নয়নের মণি টোটা। সৌজন্যে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই ছবিতে কত্থক ডান্সারের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন টোটা। নতুন বছরেও দুর্দান্ত শুরু। ফিল্মফেয়ারের মঞ্চে সেরা সহ-অভিনেতর দৌড়ে রয়েছেন তিনি। এর মাঝেই ফিরলেন নিজের 'প্রথম ভালোবাসা'র কাছে। আরও পড়ুন-'স্বপ্নেও ভাবিনি যে করণের ছবিতে সুযোগ পাব', এবার ‘মিস চ্যাটার্জি’ আলিয়ার অভিভাবক টোটা!