পরিণতি পাচ্ছে ফারহান-শিবানীর প্রেম। কোনও লুকোছাপা নয়, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে সেই খবরে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছেন হবু বরের বাবা জাভেদ আখতার। ২১শে ফেব্রুয়ারি বিয়ের দিন পাকা এই তারকা জুটির, তার আগে গার্লফ্রেন্ড শিবানী দাণ্ডেকরের জন্য ইনস্টাগ্রামের দেওয়ালে বিশেষ বার্তা লিখলেন ফারহান।
শিবানীর দুটি ফটো শেয়ার করে ফারহান লেখেন, ‘চিরকালের সহযাত্রী শিবানী দাণ্ডেকর’। ছবিতে দেখা গেল গাড়ির ভিতর বসে রয়েছেন শিবানী, প্রথম ছবিটি ক্যানডিড, পরেরটিতে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন শিবানী। ছবিতে একদম মিশমিশে কালো পোশাকে দেখা গেল শিবানীকে, সঙ্গে মুখঢাকা মাস্কে। এই ছবির কমেন্ট বক্সে ফারহানের বার্তার পালটা উত্তরও দিয়েছেন শিবানী। লিখেছেন, ‘আমার চিরন্তন ফেবারিট.. সবকিছুতে’। বিয়ের মাত্র ১০ দিন আগে ফারহান-শিবানীর এই মাখোমাখো প্রেম দেখে মোটেই মন গলেনি নেটপাড়ার। বরং ফারহান-শিবানীর উদ্দেশে ধেয়ে এসেছে কুরুচিকর মন্তব্য।
কেউ লিখেছেন, ‘এই বিয়েটা ক’বছর টিকবে?', কেউ লিখেছেন, ‘হ্যাঁ, ততদিনের সহযাত্রী যতদিন না পর্যন্ত আরও তরুণ কোনও সহযাত্রীর খোঁজ মেলে’। এক নেটিজেন লিখেছেন, ‘এদের ফরএভারটা কিছু বছরের জন্যই হয়’।

আসলে এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের বাবা তিনি। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে এর আগে দম্পত্য সম্পর্কে ছিলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। ফারহান ও অধুনার দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল যদিও দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এই মুহূর্তে লিভ ইন সম্পর্কেই রয়েছেন তাঁরা। বিগত কয়েক বছর সহবাসের পর এবার নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনে।
খন্ডালাতে জাভেদ আখতারের পৈতৃক ভিটেতেই চারহাত এক হবে ফারহান-শিবানীর। ফারহান-শিবানীর বিয়ে নিয়ে জাভেদ আখতার বলেছেন,'পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বিশাল কিছু আয়োজন তো করতে পারব না। তাই জন্য আমরা খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সাদামাটাভাবেই বিয়েটা হবে'।