পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের উপর মুসলিমদের অত্যাচার-- দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমার ১ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে সেটাই দেখানো হয়েছে। এমনকী, নীল-সাদা শাড়ি পরা একটি মহিলাকেও দেখানো হয়েছে পিছন থেকে, যার প্রত্যক্ষ মদতে চলেছে এমন অত্যাচার। সনোজ মিশ্র পরিচালিত সিনেমাটি খুব জলদিই আসছে প্রেক্ষাগৃহে।
এই ট্রেলার প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ সরকার আইনি মামলা করে সনোজ মিশ্রের নামে। আর সেই মামলা সংক্রান্ত আদালতের শুনানিতে অংশ নিতে ১৪ অগস্ট কলকাতাতেও আসেন তিনি। তারপর থেকেই নিখোঁজ। যদিও এখন খবর, তিনি নাকি বেনারসে।
কী দেখানো হয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমার ট্রেলারে?
একদম শুরুতেই সুহাসিনী ভট্টাচার্য নামে মহিলাকে রক্তাক্ত হিসেবে দেখা যায়। যে নিজেকে পরিচয় দেয় বাঙালি হিন্দু হিসেবে। এক মুসলিম নেতা ভাষণে বলছেন, আমরা জলদিই পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেক হব। এরপর অত্যাচার, খুনের নানা দৃশ্য। এমনকী, একজনকে নীল-সাদা শাড়ি পরা সেই মহিলাকে প্রশ্ন করতেও দেখা যায়, ‘রোহিঙ্গা বাংলাদেশীদের নাগরিকত্ব দেওয়া যাবে কি না’! আর তাতে সেই মহিলা (পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই দেখতে), মাথা নেড়ে হ্যাঁ বলে। দেখা যায়, সুহাসিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এক পুরুষ।
সুহাসিনী নামের মেয়েটিকে বাংলাদেশী হিন্দু হিসেবে দেখানো হয়েছে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ২০০০ টাকা দিলেই নাগরিকত্ব পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। পুরো সিনেমার ট্রেলার জুড়়েই রীতিমতো অত্যাচার চালাতে দেখানো হয়েছে মুসলমানদের। হিন্দু বস্তিতে ঢুকে সেখানকার পুরুষদের খুন, মহিলাদের উপর শারীরিক নির্যাতনও দেখানো হয়েছে ট্রেলারে। ডায়লগ রয়েছে, ‘এই হিন্দু বস্তির কেউ আমাদের রুলিং পার্টিকে ভোট দেয়নি’।
এরপরই রুখে দাঁড়ায় হিন্দু মহিলারা। যাতে রয়েছে সুহাসিনীও। এক মুসলিম ছেলে তাঁকে প্রেমেও ঠকিয়েছে। ট্রেলারের শেষে তাকে ‘হর হর মহাদেব’ বলে চিৎকার করতেও দেখা যায়।
৩০ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই তৃণমূল সরকার চাইছে, এই সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করতে। তারমধ্যেই গায়েব ছবির পরিচালক।
আরজি করের ৩১ বছরের ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় এমনিতেই অশাব্ত রাজ্য, তার মধ্যে এমন একটা ছবি মুক্তি পেলে তা নিসন্দেহে আরও প্রভাব ফেলবে। যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে, জাতি-ধর্ম-লিঙ্গ-বয়স ভেদাভেদে লড়ছে মানুষ অভয়ার বিচারের জন্য, সেখানে এই সিনেমা মুক্তি পেলে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়, এখন সেটাই দেখার।