বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। নেটমাধ্যমে মনের কথা মন খুলে বলতে বরাবরই অকুতোভয় তিনি। এর জেরে বহুবার ট্রোলের মুখেও পড়তে হয় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। কিন্তু তাতে তাঁর বয়েই গেল! সম্প্রতি চর্চায় তসলিমার একটি ফেসবুক পোস্ট। সেখানে বাংলাদেশি লেখিকা জানালেন শুধুমাত্র মুসলিম হওয়ার জেরেই তাঁকে পুরীর জগন্নাথ মন্দির ঢুকতে দেওয়া হয়নি। অথচ কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে একদম ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী থাকেন তিনি। আরও পড়ুন-বহু বাংলাদেশি প্যালেস্তিনীয়দের জন্য কাঁদছেন, আমি বলব, দেশের সংখ্যালঘুদের জন্যও একটু কাঁদুন: তসলিমা
আরও পড়ুন-‘সন্তান জীবনের সব নয়, ভালো মা যে কোনও মেয়ে হতে পারে', পরীমনিকে উপদেশ তসলিমার
ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন, ‘পুরীর জগন্নাথ মন্দিরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি হিন্দু নই বলে। এর পর কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে একেবারে কালী মূর্তি যে ঘরে সে ঘরে আমাকে সসম্মানে ঢোকানো হয়েছিল।' তসলিমার এই পোস্ট নিয়ে হইচই চরমে। ফেসবুকের কমেন্ট বক্সে একজন লেখেন, 'জগন্নাথ মন্দির ঠিক কাজটি করেছে। কারণ সৃষ্টিকর্তা বলেছেন যার যার ধর্ম তার তার।' অপর এক নেটিজেন লেখেন, ‘পুরীর মন্দির কর্তৃপক্ষ মারাত্মক কট্টরপন্থী। ইদানিং কর্তৃপক্ষ নাকি মডার্ন ড্রেস পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কর্নাটকের শবরীমালা মন্দির কর্তৃপক্ষ আরও কট্টরপন্থী। সেখানে তো ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিষেধ।’ আরেক জনৈক লেখিকাকে খোঁচা দিয়ে লেখেন- ‘আমরা জানি,আপনি কোনও ধর্মের বিশ্বাসী নন ।তাহলে মন্দিরে গেলেন কেন?’