আইটেম গান দিয়ে হিন্দি ছবিতে ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এখন নির্মাতারা তাদের ছবিতে তামান্নার একটি গান থাকাকে হিট হিসাবে বিবেচনা করছেন। তামান্না তার সিনেমার পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও খবরে রয়েছেন। বিরাট কোহলির সঙ্গেও একবার জড়িয়েছিল তামান্নার নাম।
পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাককে বিয়ে করতে চলেছেন তিনি। দুজনের একসঙ্গে একটি ছবিও ভাইরাল হয়ে যায়। এবার এই খবরে মুখ খুললেন অভিনেত্রী। প্রসঙ্গত, কয়েক বছর আগে একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে একটি গয়নার দোকানের অনুষ্ঠানে তামান্নাকে দেখা গিয়েছিল। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এই প্রথম এই ইস্যুতে খোলাখুলি মুখ খুললেন তামান্না। লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়ে তামান্না বলেন, ‘ইন্টারনেট অনুযায়ী রাজ্জাক সাহেবের সঙ্গে আমার বেশ কিছুদিনের বিয়ে হয়েছিল। এক্সকিউজ মি স্যার, আপনার বাচ্চা আছে আর আমি আপনাকে চিনিও না।’
বিরাটের সঙ্গে তামান্নার সম্পর্কের গুজব ছড়িয়েছিল। বিরাট কোহলির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগছে কারণ ওর সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। এরপর আর বিরাটের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি।’
একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় একবারই তামান্না ও বিরাটের দেখা হয়েছিল। তবুও তাদের নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয় সেইসময়। তামান্না বলেন, যে প্রথম দিকে এই জাতীয় জিনিসগুলি তাঁকে সবসময় বিরক্ত করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি এসবে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন।
‘আপনি সবকিছুতে প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। আমি মাঝে মাঝে গুগল করে দেখি মানুষ আমার সম্পর্কে কী ভাবছে।’, বলেন তামান্না। অভিনেত্রী আরও স্বীকার করে নেন যে, জনমত তার কর্মজীবনে মূল ভূমিকা পালন করে।