
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ইছামতী নদী। যে নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে বয়ে যায়। সেই ইছামতীর তীরে একদল মেয়ে পাচার করা হচ্ছে। অজানা এক মহিলার ফোনে সেই খবর জানতে পারেন নেরুলি থানার সাব-ইন্সপেক্টর শুভঙ্কর বক্সি। এই নিপীড়িত নারীদের উদ্ধার করার জন্য শুভঙ্করের কাছে অনুরোধ সেই মহিলা। এই ঘটনাকে এ বার ফ্রেমবন্দি করলেন পরিচালক সুব্রত গুহ রায়। ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিকে' আসছে রোমহর্ষক ক্রাইম থ্রিলার। ওয়েব সিরিজের নাম ‘টাকি টেলস’।
পুলিশের সাব ইনসপেক্ট শুভঙ্কর বক্সিকে ঘিরে ওয়েব সিরিজের গল্প। শুভ্র রায়ের লেখা গল্পকে কেন্দ্র করে ‘টাকি টেলস’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতারা। প্রাথমিকভাবে এই ঘটনায় সাহায্য করতে অনিচ্ছুক ছিলেন শুভঙ্কর। পরে নিজের মত পরিবর্তন করে শেষ পর্যন্ত পাচার হওয়া মেয়েদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করেন তিনি।
এরপরে অজানা মেয়েটি তাকে ক্রমাগত এই জঘন্য ক্রিয়াকলাপগুলি সম্পর্কে অবহিত করতে থাকে তাঁকে। শুভঙ্কর ক্রমাগত নারী পাচারের এই অন্ধকার জগতের অনুসন্ধানে ঢুকে পড়েন। পাচারকারীদের এই জঘন্য কার্যকলাপ কি থামাতে পারবেন ওই সাব ইনসপেক্টর? নোংরা রাজনৈতিক আর উপর মহলের আঁতাত উপেক্ষা করে সমস্যার সমাধান করতে পারবেন? শেষ পর্যন্ত কি খুঁজে পাওয়া যাবে এই রহস্যময়ী মেয়েটিকে? স্যময়ী ইছামতি জুড়ে গল্পের প্রবাহন- নৃশংস গ্যাং যুদ্ধ, প্রতিশোধ, প্রেম, কামনা, বিশ্বাসঘাতকতা এবং ন্যায়- অন্যায়ের একটি গল্প।
ছবিতে অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী, সাগ্নিক চ্যাটার্জি (সিনিয়র), তরঙ্গ সরকার, দিশা সমাজপতি, সাগ্নিক চ্যাটার্জি (জুনিয়র), উষশী রায়, ভাস্কর দত্ত, অনির্বাণ ভট্টাচার্য , সুব্রত গুহ রায়, নমিতা চক্রবর্তী ও আর্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গল্প ও সম্পাদনায় শুভ্র রায়। স্ক্রিপ্ট ও ডায়লগ শক্তিধর বীর। পোশাকে নূপুর রায়। ২৩ থেকে ২৮ মিনিটের মোট ছটি এপিসোড রয়েছে এই সিরিজে। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে সৌরভ বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুলাই থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’এ স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজ।
৳7,777 IPL 2025 Sports Bonus