ফেসবুকের হাত ধরে বড় ঘোষণা করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সাফ জানিয়েছেন এবার থেকে তিনি আর কোনও ছবির প্রিমিয়ারে যাবেন না। নিজেরও না, অন্যের ছবিরও না। কিন্তু কেন? এমন কেন সিদ্ধান্ত নিয়েছেন স্বস্তিকা?
একটা নয়। কোনও ছবির প্রিমিয়ারে না যাওয়ার জন্য একধিক কারণ তুলে ধরেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কী সেই কারণগুলি?
লম্বা পোস্টে পয়েন্ট করে কারণগুলি তুলে ধরেছেন স্বস্তিকা। তিনি লেখেন, ‘কারণ অনেক।’
১) ' প্রিমিয়ারে ভিড় বা তারপরের দিন কাগজে কভারেজ দেখে বা তৎক্ষণাৎ সামাজিক মাধ্যমে রিলস দেখে, সিনেমাটা দেখব কিনা এটা কোনও দর্শক নির্ধারণ করেন না। করেন ছবির টিজার, ট্রেলার, পোস্টার দেখে, বা যদি ছবির কলাকুশলী দেখে তাদের সিনেমাটা দেখতে ইচ্ছে করে।
আমরা যথেষ্ট প্রচার করি, সেটা মানুষ কে জানান দেওয়ার জন্যই যে এই কাজটা আসছে।'
২) ‘অর্ধেক সময়েই ক্রিউ মেম্বারদের ডাকা হয়না। হয়তো HOD দের সেই সম্মান প্রাপ্তি হয়, তাই বলে সব ডিপার্টমেন্টের এর HODদের যে ডাকা হয় তাও নয়।’