সুস্মিতা সেন সম্প্রতি তাঁর একটি বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন। ‘ম্যায় হুঁ না’ ছবিতে কাজ করতে গিয়ে একটি বিশেষ ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এতদিন পর সেই ঘটনা অবশেষে প্রকাশ্যে আনলেন। জানালেন এই ছবির সেটে ফারাহ খান নাকি তাঁর থেকে ক্ষমা চেয়েছিলেন।
২০০৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হুঁ না’ ছবিতে কিং খানের বিপরীতে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল চাঁদনি চোপড়া। চরিত্রটা ছোট হলেও বেশ সুন্দর এবং ক্ষমতাশালী একটি চরিত্র ছিল। এমনটাই জানালেন অভিনেত্রী।
এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি তিনি জানালেন ফারাহ খান নাকি ছবিটি জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কেন? কারণ সুস্মিতার চরিত্রটা ভীষণই কম ছিল তাই। যদিও দর্শকরা এই চরিত্রটাকে এত ভালোবাসা দিয়েছিলেন যে সেটা মনে হয়নি আর পরবর্তীকালে। প্রাথমিক ভাবে পোস্টারও শাহরুখ, অমৃতা রাও এবং জায়েদ খানের ছবি ছিল। কিন্তু ছবি মুক্তির পর বাদশার পাশাপাশি চর্চায় উঠে আসেন সুস্মিতা।
আরও পড়ুন: 'মা ভীষণ রেগে গিয়েছিল, বাবা সাপোর্ট করেছিল', ২৪ বছরে সুস্মিতা সন্তান দত্তক নিন চাননি শুভ্রা সেন?