বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বা উস্কানিমূলক পোস্ট রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং পাকিস্তানের জয়গান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বারাসত। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন উত্তেজিত জনতা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এমনকী কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। ঘটনায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধে আহত হয়েছেন র্যাফের এক জওয়ান। ঘটনায় কয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: ৩ সপ্তাহ পর পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিষড়ার BSF জওয়ান পূর্ণম সাউ)
আরও পড়ুন: শহিদের স্ত্রী'র পরে সোশ্যাল মিডিয়ায় এবার টার্গেট বিদেশ সচিব, মিশ্রির পাশে ওয়াইসি
জানা গিয়েছে, বারাসতের টালিখোলা এলাকায় এক বাসিন্দা এবং তাঁর ছেলের দেশবিরোধী পোস্ট করা অভিযোগ উঠেছে। সেই পোস্টে প্রধান প্রধানমন্ত্রী মোদীকে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি পাকিস্তানের জয়গান করা হয়েছে বলেই অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেফতারের দাবি জানান। মঙ্গলবার রাতে এই দাবিতে বারাসত-বারাকপুর রোড অবরোধ করেন স্থানীয়রা। বিক্ষোভ অবরোধের ফলে ব্যস্ততম এই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের বিক্ষোভ অবরোধ উঠিয়ে নিতে বলে পুলিশ। কিন্তু, তারপরেও ক্ষুব্ধ জনতা বিক্ষোভ অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন ঘটনাস্থলে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এরপর র্যাফ ও কমব্যাট ফোর্স-সহ পুলিশের বিশালবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বারাসতের এসডিপিও অজিঙ্কা বিদ্যাগর অনন্তও যান ঘটনাস্থলে। (আরও পড়ুন: 'BSF যে দেখবে না বুঝতে পারিনি' বলেছিলেন মমতা, পূর্ণম দেশে ফিরতেই কী বললেন CM?)
আরও পড়ুন: এবার 'সমস্যা' ভারতের পূর্ব সীমান্তে, পড়শি দেশের আগ্রাসনের কড়া জবাব ভারতের
ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। তখন বিক্ষোভকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে। ইটের ঘায়ে আহত হন র্যাফের এক জওয়ান। এছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। গভীর রাত পর্যন্ত পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। অশান্তি যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছেন। (আরও পড়ুন: পারমাণবিক বিকিরণ নিয়ে খোঁজ করতে কি মার্কিন দল পাকিস্তানে গেছে? কী বলল আমেরিকা)
আরও পড়ুন: এবার পূর্ব সীমান্তে 'স্ট্রাইক' ভারতের, ভোঁতা হল পড়শি দেশের 'হাতিয়ার'
স্থানীয়দের অভিযোগ, অপারেশন সিঁদুরের পরেই বাবা ছেলে দেশবিরোধী পোস্ট করে আসছিলেন। আরও অভিযোগ, পোস্টে পাকিস্তানের জয়গান করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। অবিলম্বে তাঁরা এই দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। বারাসতের এসডিপিও অজিঙ্কা বিদ্যাগর অনন্ত জানান, এই ধরনের পোস্ট করার জন্য পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশকে হামলার জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।