গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘গদর ২’। দেখতে দেখতে এরই মধ্যে দুই সপ্তাহ পার হয়ে গেল ছবির। কিন্তু হলে কী হবে এই ছবির আয় কমার বিন্দুমাত্র নাম নিচ্ছে না। শ্লথ হচ্ছে না গতি। দ্বিতীয় সপ্তাহের শেষে ৪১৯ কোটি রোজগার করেছে অনিল শর্মার এই ছবি, এমনটাই জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
‘গদর ২’ ছবিটি একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনও নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। এখন এটির একটাই লক্ষ্য, ৫০০ কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ভালো ফল করবে বলেই অনুমান করা হচ্ছে। এই ছবিতে সানি দেওল ছাড়াও আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, প্রমুখ আছেন।
এদিন ‘গদর ২’ প্রসঙ্গে টুইট করে তরণ আদর্শ লেখেন, 'অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করল এই ছবি। মাস পকেটগুলোতে তো আগুন জ্বলছে পুরো। এই ছবি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে এটা।' এর পর তিনি দ্বিতীয় সপ্তাহে এই ছবিটি মোট কত আর কবে কত আয় করেছে সেটার পরিসংখ্যান দিয়েছেন।
আরও পড়ুন: 'গদর ৩' আসছে জানতেনই না পর্দার মুসকান! ছবি দেখে চমকে উঠে কী বলেছিলেন সিমরত?
আরও পড়ুন: বক্স অফিসে রাজার মতো প্রত্যাবর্তন, গদর ৩-এর খোয়াবে মশগুল সানি দেওল
তরণ আদর্শের তথ্য অনুযায়ী দ্বিতীয় সপ্তাহের শুক্রবার এই ছবি ২০.৫০ কোটি, শনিবার ৩১.০৭ কোটি, রবিবার ৩৮.৯০ কোটি, সোমবার ১৩.৫০ কোটি, মঙ্গলবার ১২.১০ কোটি, বুধবার ১০ কোটি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি আয় করেছে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে এটি মোট ১৩৪.৪৭ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে ২৮৪.৬৩ কোটি টাকা আয় করেছে এটি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে গদর ২ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি টাকা। এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত ‘গদর এক প্রেম কথা’ ছবিটির ২২ বছর পর মুক্তি পেল ‘গদর ২’। কিন্তু তাতে ভক্ত এবং দর্শকদের মধ্যে উন্মাদনা ফিকে হয়নি এতটুকু। অনিল শর্মার এই ছবিকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন দর্শকরা। ছবি মুক্তি পাওয়ার পর থেকে হলের বাইরে ঠাকুর দেখার মতো লম্বা লাইন দেখা গিয়েছে।