1 মিনিটে পড়ুন Updated: 23 Aug 2023, 03:24 PM ISTSubhasmita Kanji
Sunny Deol on Gadar 3: গদর ২ সাফল্য পেতে না পেতেই গদর ৩ নিয়ে চর্চা শুরু। যদি গদর ৩ হয় তাতে কি অভিনয় করতে ইচ্ছুক সানি দেওল? কী জানালেন অভিনেতা?
গদর ২ এর সাফল্যে ডগমগ হয়েই সিকুয়েলের জন্য প্রস্তুত সানি!
বক্স অফিস জুড়ে গদর ২ ছবির রমরমা। দুই সপ্তাহ হয়ে গেল তবুও এখনও হাউজফুল যাচ্ছে একাধিক শো। দুহাতে আয় করছে সানি দেওল অভিনীত এই ছবি। ভারতের বক্স অফিসে ইতিমধ্যেই এটি ৪০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। এখন এটার সামনে লক্ষ্য ৫০০ কোটি। ভারতের অন্যতম সব থেকে বেশি আয় করা ছবি হিসেবে উঠে এসেছে এটি। আর গদর ২ মুক্তি পেতে না পেতেই চর্চা শুরু হয়ে গিয়েছে গদর ৩ ছবিটি নিয়ে। দর্শকদের মুখে এখন একটাই প্রশ্ন এই ছবিটার তৃতীয় ভাগ কী আসবে? আসলে তাতে কি সানি দেওলকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর এবার এএনআই-কে খোদ তারা সিং তথা সানি দেওল দিলেন।
গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ছবি গদর ২। তারা সিং হয়ে আরও একবার পর্দায় ধরা দিয়েছেন সানি দেওল। সাকিনার ভূমিকায় আমিশা প্যাটেল এবং জিতের ভূমিকায় উৎকর্ষ শর্মাকে দেখা গিয়েছে। মুসকানের চরিত্রে ছিলেন সিমরত কৌর। আর সদ্য মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। দেখতে দেখতে বিশ্বজুড়ে ৫০০ কোটি আর দেশে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে এটি।
সদ্যই গদর ৩ প্রসঙ্গে কথা ওঠায় সানি দেওল বলেন, 'আমি নিশ্চয় করব এই ছবির সিকুয়েল হলে। আমি জানি দর্শকদের এই ছবির সিকুয়েল ভালো লাগবে, তারা সেটার জন্য মুখিয়ে থাকবে। মানুষ তারা সিংয়ের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। আসলে মানুষ পারিবারিক ছবিই দেখতে চায়, এটাই এখান থেকে প্রমাণিত হয়ে গেল।' তিনি আরও বলেন, 'এই ছবি আমাদের দারুণ সফল একটা বিয়ে, একটা সম্পর্কের কথা বলে। এটা দেখে লোকজন আশা করছেন তাঁর বর তারার মতো হবে, বা বউ সাকিনার মতো।'