
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অভিনয় থেকে সঞ্চলনা, দুটোতেই সমান জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাত করেছেন রচনা। হুগলি থেকে বিপুল ভোটে জেতার পর মঙ্গলবার সাংসদ হিসাবে শপথ নিয়েছেন তিনি। আর শপথ গ্রহণের পরপরই রাজনীতির একজন শিক্ষককেও পাশে পেয়ে গিয়েছেন টেলিপর্দার দিদি নম্বর ১।
কিন্তু রচনার শিক্ষকটি কে?
ইনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়কে সংসদের খুঁটিনাটি শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, রচনা কখনও মিমি চক্রবর্তী কিংবা নুসরত জাহানের মতো সাংসদ হবেন না। কিন্তু কেন এমনটা মনে করেন সুদীপ?
সংসদীয় অধিবেশন শেষে এবিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে বলেন, প্রথম থেকে যে আগ্রহ প্রকাশ করেছে, প্রথমবারই যে পারফর্ম করার চেষ্টা করেছে তা ভালো। নিজেকে কতটা তৈরি করতে পারবে, তা অধ্যাবসায়ের উপর নির্ভর করে। অনেকে বলেছেন, তবে পরে আর আসেননি। এই প্রসঙ্গ ধরেই সুদীপ বলেন, ‘আগে পার্লামেন্টে মিমি, নুসরত খুব ঘোরাঘুরি করত আমার কাছে। প্রথম দিকটায় খুব উদ্যোগী ছিল ওরা। পরের দিকে পিঠে হাত দিয়ে বলত, দুবাই চলে যাচ্ছি শ্যুটিংয়ে। তবে সেটা রচনা যাবে না, ও শিখতে চায়। সংসদ তো মাত্র তিনমাসের। ১০০ দিনও নয়। প্রত্যেককেই বলব, ভালো সাংসদ হওয়ার চেষ্টা করুন। মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করুন।’
এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় মিমি-নুসরতের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলার পরও রচনা অবশ্য এনিয়ে কিছু বলতে চাননি। তাঁর কথায়, তিনি শুধু নিজেরটুকুই বলতে পারেন। হুগলির মানুষ তাঁকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাই তাঁর দায়বদ্ধতা থেকেই যায় বলে মন্তব্য করেছেন রচনা।
এদিকে এদিন সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ভূয়সী প্রশংসা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা এবিপিকে বলেন, দাদা (সুদীপ বন্দ্য়োপাধ্যায়) তাঁর পথপ্রদর্শক। তাঁর ভাষণ রচনার মন জয় করে নিয়েছে। সুদীপ 'টু দি পয়েন্ট' কথা বলেন। তবে কি সুদীপই তাঁর শিক্ষক?
এপ্রসঙ্গে রচনার কথায়, ‘আমরা নতুন, সবসময়ই ওঁর গাইডেন্স চাই। মাথার উপর হাত না থাকলে কখনও হয় না। দাদার ছায়া ছায়ায় আমরা চলেছি।’এদিকে রচনাকে নিয়ে আশাবাদী সুদীপও। তাঁর কথায় রচনা কখনও মিমি-নুসরত হবেন না। রচনা শুরু থেকেই শিখতে আগ্রহী। সুদীপের কাছে তিনি শেখার আগ্রহও প্রকাশ করেছেন।
২০১৯ সালে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি চচক্রবর্তী, নুসরত জাহান। সাংসদ হিসাবে শুরুর দিকে তাঁদের নিয়ে অনেকে অনেক আশা প্রকাশ করলেও পরের দিকে সেই ঘোর কাটে। সম্প্রতি পার্থ ভৌমিকও বসিরহাটের মতো ঘটনায় নুসরতের গা ছাড়া আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সুদীপের গলাতেও শোনা গেল খানিকটা একই সুর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports