‘কাঁচা বাদাম’ গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। গানের লেখা তাঁর, সুর তাঁর এমনকি গেয়েছেন তিনি। সেই গান শুধু সুপারহিট বললে ভুল হবে, এইমুহূর্তে নেটপাড়া সরগরম তাঁর গানের ভিডিয়োতে। শুধু রাজ্য বা দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে গানটি। আর এবার সেই ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দিল রাজ্য পুলিশ। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম...' রাজ্য পুলিশ কর্তাদের সামনেও বৃহস্পতিবার ‘কাঁচা বাদাম’ গানটি গেয়ে শোনালেন ভুবন বাদ্যকর। ভবানী ভবনে তাবড় আধিকারিকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক এবং শাল। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের ‘কাঁচা বাদাম’ গেয়েও শোনান ভুবনবাবু। এই গান বেঁধে বীরভূমের দুবরাজপুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাবু। আর সেই গানই তাঁকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। গানটি এতটাই ভাইরাল হয় যে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি দাদাগিরির মঞ্চেও দেখা গিয়েছে ভুবন বাদ্যকারকে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শোয়ে বিজয়ীও হয়েছেন তিনি। এ দিন মঞ্চে গান গেয়ে, নিজস্ব ভঙ্গিমায় বাদাম বিক্রি করে সকলের মন জয় করেন বাদাম কাকু। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যে কাঁচা বাদামও নিয়ে এসেছিলেন তিনি। দাদা খেয়েও দেখেছেন সেই বাদাম।