বংক্রাশ হিসেবে যদি সৌরভ গাঙ্গুলীর নাম নেওয়া হয় তাহলে বোধহয় কম বলা হবে না! মহারাজের ব্যাপারে উৎসাহ বাঙালির চিরকালের। খেলা থেকে অবসর নিলেন যখন, তখনও তা কমেনি। আর এখন তো দাদার কাঁধে বড় দায়িত্ব। তবে সৌরভের সাথে সাথে খবরে থাকেন বউ ডোনা আর মেয়ে সানাও। দু'জনেই এখন আছেন লন্ডনে। উচ্চিক্ষার খাতিরে মেয়েকে বিদেশে পাঠিয়েছেন সৌরভ। আর সাথে সেখানে চলে গিয়েছেন ডোনা নিজেও। সে কারণেই কি মেয়েকে মিস করছেন সৌরভ?
আসলে সৌরভের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই জল্পনার শুরু। টুইটারে একটি ছবির টিজার শেয়ার করে নিয়েছেন দাদা। এরকম সচারাচর দেখা যায় না। আর সেই ছবি বাবা-মেয়ের গল্প নিয়ে। সিনেমার নাম ‘আয় খুকু আয়’। লিখেছেন, ‘বাবা-মেয়ের সম্পর্ক চিরকালীন।’ সৌরভ তাঁর ছবির টিজার শেয়ার করায় আপ্লুত প্রসেনজিৎও। লিখেছেন, ‘জানি, বাবা-মেয়ের এই সম্পর্ক আপনার কাছে কতখানি দামি। আপনার এবং সানার জন্য অনেক ভালবাসা।’ আরও পড়ুন: আয় খুকু আয়: নতুন বছরে ‘টেকো’ নির্মল ও তাঁর খুকুর গল্প নিয়ে হাজির প্রসেনজিৎ-দিতিপ্রিয়া