শুরু থেকেই লাইমলাইটে রয়েছে ‘দাদাগিরি’ সিজন-১০। এবার শোয়ে তারকাদের প্রাধান্য দেওয়া নিয়ে অল্প বিস্তর বিতর্ক থাকলেও সবকিছুকে ছাপিয়ে এই শোয়ের জনপ্রিয়তাই বেশি। ব্যস্ততা যতই থাক, শনি ও রবিবার রাত ৯.৩০টা বাজলেই টিভির সামনে বসে পড়েন সৌরভ অনুরাগীরা।
এবার দাদার মঞ্চে হাজির নানান বয়সের প্রতিযোগিতারা। তারই মাঝে সৌরভকে চিকেন কারি-র লোভ দেখালেন এক মহিলা প্রতিযোগী। তিনি 'দাদা' সৌরভের উদ্দেশ্যে বলেন, ‘আমি শুনেছি, আপনি খেতে খুূব ভালোবাসেন। আসলে আমার শাশুড়িমা খুব ভালো রান্না করেন। বিয়ের পর কিছু রান্না আমার ওনার থেকেই শেখা।’ সৌরভও তখন ওই মহিলার উদ্দেশ্যে বলেন, ‘তুমি ভালো রান্না করো?’ উত্তরে এক গাল হাসি নিয়ে ওই মহিলা বলেন, ‘চেষ্টা করি। চিকেনের নানা রকম পদ, রেসিপি দিয়ে চেষ্টা করি। আমার শ্বশুরবাড়ি এমনকি বাপের বাড়ির লোকও খুব সারপ্রাইজড আমার হাতে চিকেন কারি খেয়ে।’
সৌরভ তখন বলেন, ‘তার মানে তোমার হাতের চিকেন কারি খুব স্পেশাল!' উত্তরে ফের হাসিমুখে ওই মহিলা বলেন, ‘একদম দাদা’। আর তখনই সৌরভ নিজের পছন্দের কথা ফাঁস করেন। বলেন, ‘চিকেন আমার খুব প্রিয়। কারণ আমি তো ভাত-রুটি খাই না। তাই চিকেন আমায় খেতেই হয়।’
আরও পড়ুন-উপচে পড়ছে ভিড়! জন্মদিনে 'শিবশক্তি'র বাইরে বের হয়ে অনুরাগীদের জন্য একী করলেন অজয়!
আরও পড়ুন-আবিরের সঙ্গে গোপনে প্রেমের 'আলাপ' চলছে মিমির! সবকিছু প্রকাশ্যে আসবে এই বিশেষ দিনে…