'রক্তবীজ'-এর হাত ধরে প্রথমবার কাছাকাছি এসেছিলেন আবির-মিমি। ফের একবার জনপ্রিয় অনস্ক্রিন এই জুটির 'আলাপ' জমবে। এবার রোম্যান্টিক জুটি হিসাবেই ধরা দেবেন তাঁরা। সৌজন্যে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। আর এবার সামনে এল ছবি মুক্তির তারিখ।
কবে মুক্তি পাচ্ছে আবির-মিমির 'আলাপ'?
জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আবহেই মুক্তি পেতে চলেছে আবির-মিমির এই ছবি। মঙ্গলবার ছবির প্রযোজনা সংস্থার তরফে ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল আসবে আবির-মিমির ‘আলাপ’।
আরও পড়ুন-উপচে পড়ছে ভিড়! জন্মদিনে 'শিবশক্তি'র বাইরে বের হয়ে অনুরাগীদের জন্য একী করলেন অজয়!
তিনটি চরিত্রকে নিয়ে এগোবে আলাপ ছবির গল্প। এরা হল পাবলো, অদিতি এবং স্বাতীলেখা। পাবলোর চরিত্রে থাকবেন আবির, মিমির চরিত্রটির নাম অদিতি এবং স্বাতীলেখার চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, তন্বী লাহা রায়, প্রমুখ। আগেই সামনে এসেছে চরিত্রদের লুক।

এর আগে এই ছবি প্রসঙ্গে মুখ খুলেছিলেন আবির চট্টোপাধ্যায়। আবিরের কথায়, 'এটি একটি আদ্যোপান্ত মিষ্টি প্রেমের ছবি। এবার ঠিক রমকম নয়। বারো তেরো বছর আগে চাকীদা (প্রেমেন্দু বিকাশ চাকী) আমাকে আর মিমিকে একটি স্ক্রিপ্ট শুনিয়েছিল কিন্তু তখন কাজটা হয়নি। অবশেষে একসঙ্গে কাজ করলাম আমরা। চাকীদার সঙ্গে কাজ করে দারুণ লাগল।'
পরিচালক পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী নিজের ছবি নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে উঠে আসবে সম্পর্ক, তার কমিটমেন্ট, এসব নিয়েই। সঙ্গে থাকবে কমেডি। আগে ভালোবাসা অত সহজ ছিল না। আর একজন ভালো লাগা, ভালোবাসার মানুষ আবার আলাদা হয়। আজকাল সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনই দ্রুত ভাঙে। সেসব নিয়েই আলাপ।'
প্রসঙ্গত, এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। এই ছবিটির প্রযোজনা করেছে।