২৪ মার্চ নাগপুর হাইওয়েতে একটি ভয়াবহ দুর্ঘটনায় শিকার হন সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। ঘটনাস্থলে সোনালি ছাড়াও ছিলেন তাঁর ভাইপো। আহত হয়েছেন গাড়ির ড্রাইভারও। সোনালি ও তাঁর বোন ও ভাইপো বর্তমানে নাগপুরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন। এখন কেমন আছেন তাঁরা?
কেমন আছেন অভিনেতার স্ত্রী?
হাসপাতালে তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গতকাল রাত অর্থাৎ ২৪ মার্চ আনুমানিক ১০:৩০ নাগাদ নাগপুরের ম্যাক্স হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছিলেন শ্রীমতি সোনালি সুদ, তাঁর বোন এবং ভাইপো। যদিও ভর্তির সময় তিনজনই সচেতন অবস্থায় ছিলেন।
আরও পড়ুন: ‘সেই সময়ে ভেবেচিন্তে কিছু করিনি’, কুরুচিকর কথার জন্য এবার পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময়
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
হাসপাতালের বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রত্যেকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরবর্তী সময়ে পরীক্ষা করে জানা গেছে অভ্যন্তরীণ কোনও আঘাত পাননি তাঁরা। প্রাথমিক চিকিৎসার পর সোনালির ভাইপোকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে সোনালি ও তাঁর বোনকে। তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল এবং খুব শীঘ্রই তাঁরা সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
কী বললেন সোনু?
দুর্ঘটনার পর এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন, ‘সোনালি এখন ভালো আছেন। অলৌকিকভাবে বেঁচে গেছে ও। ওম সাই রাম।’ জানা গেছে, স্ত্রীর দুর্ঘটনার খবর শোনা মাত্রই তড়িঘড়ি নাগপুরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। সোমবার থেকে তিনি নাগপুরেই রয়েছেন।
আরও পড়ুন: সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আওয়াজ মিউট, কী এমন ছিল সলমন খানের ‘সিকন্দর’-এ?
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
কীভাবে হল দুর্ঘটনা?
সোমবার রাত দশটা নাগাদ নাগপুর বিমানবন্দর থেকে বাইরামজি টাউনের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সোনেগাঁওয়ের কাছে ওয়ার্ধা রোড ভায়াডাক্ট ব্রিজের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা হয় সোনালির গাড়ির। সোনালির গাড়ির ড্রাইভার সিদ্ধার্থ একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে, যার ফলে দুমড়ে মুচড়ে যায় সোনালির গাড়ি।
ঘটনাটি ভয়াবহ হলেও গাড়ির এয়ারব্যাগগুলি খোলা ছিল বলে গুরুতর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা পরিবার। সোনেগাঁও পুলিশ মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) তথ্যের ভিত্তিতে থানায় ডায়েরি করেছে কিন্তু অভিযোগকারীর অনুপস্থিতির কারণে মামলা দায়ের করেনি।