অমর সঙ্গী-তে প্রথমবার জুটি বেঁধেছেন নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি। তারই প্রোমোশনে আসেন দিদি নম্বর ১-এ। যেখানে রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেমচর্চা নিয়েও খোলেন মুখ।
Ad
দিদি নম্বর ১-এ শ্যামৌপ্তি।
জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী। যেখানে প্রথমবার জুটি বাঁধছেন নীল ভট্টাচার্য আর শ্যামৌপ্তি মুদলিকে। আর তারই প্রোমোশনে দিদি নম্বর ১-এ দেখা গেল দুজনকে। বাংলা মিডিয়ামের পর ছোট পর্দায় ফিরেছেন নীল। গুড্ডি শেষ হওয়ার পর বিরতি লম্বা হয়েছিল শ্যামৌপ্তিরও।
জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া সেই প্রোমোতে রচনা প্রশ্ন করেন নীলের সঙ্গে কাজের অভিজ্ঞতা। জবাবে শ্যামৌপ্তি জানান, ‘ও পুরো ইউনিটের জেনারেটর। সারাক্ষণ এনার্জি কী করে এই লেভেলের (হাত দিয়ে উঁচু দেখিয়ে) থাকে কে জানে! সকাল বেলা আমরা একটু ঝিমিয়ে, ও ঢোকে পুরো এনার্জি নিয়ে, চিল-কুল, লাইফে কোনও ওর চাপ নেই। এরকমই থাকা উচিত।’ আর তাতে হাসতে হাসতে নীল জবাব দেন, ‘চাপ তো বাড়িতে রেখে আসি আমি’।
আর অন্য দিকে নীলকে শ্যামৌপ্তির ব্যাপারে প্রশ্ন করা হলে বললেন, ‘ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। ভাষণ মিশে যেতে পারে সবার সঙ্গে। মনেই হচ্ছে না প্রথম কাজ করছি।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার থেকেই আসছে এই সিরিয়াল। আর তাঁর আইকনিক সিনেমার নামেই রাখা হয়েছে এটির নাম। প্রোমোতে দেখা গিয়েছিল, রাজ তার প্রেমিক শ্রী-এর মন পেতে, নিজেকে নিয়ে মিথ্যে কথা বলে। বড়লোক স্টেটাস দেখায় ভাড়ার গাড়ি আর পোশাক পরে। এদিকে একটি ভাঙাচোরা বাড়িতে থাকে রাজ পরিবারকে নিয়ে। শ্রী জানতে পেরে গেলে কী ভেঙে যাবে সম্পর্ক? কীভাবে মিথ্যে দিয়ে শুরু হওয়া ভালোবাসার সম্পর্ক পাবে পূর্ণতা?
তবে সবাইকে অবাক করে দুপুরের স্লটে দেওয়া হয়েছে অমর সঙ্গীকে। ১২ অগস্ট থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত আড়াইটেয় সম্প্রচার হবে নীল-শ্যামৌপ্তির ধারাবাহিক।
সিরিয়াল ছাড়াও শ্যামৌপ্তি বর্তমানে চর্চায় রয়েছেন তাঁর ব্যক্তিগত সম্পর্ককে নিয়ে। শোনা যাচ্ছে রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করছেন তিনি। যা নিয়ে দিদি নম্বর ১-এ শ্যামৌপ্তিকে খোঁচা দেন রচনাও। যদিও মুখে সরাসরি জবাব না দিলেও, হাসি বুঝিয়ে দিয়েছিল যা রটেছে তা অনেকখানিই সত্যি।