Shubman-Preity: ক্রিকেটের পাশাপাশি এবার নতুন ব্যবসা শুরু করলেন শুভমন গিল। আর তাঁর এই উদ্যোগে হাত মেলালেন প্রীতি জিন্টা।
Ad
এবার ক্রিকেটার সহ অভিনেতাদের ফিট থাকার মন্ত্র দেবেন শুভমন!
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার তথা অন্যতম তরুণ স্টার ব্যাটার হলেন শুভমন গিল। তিনি ভারতীয় ক্রিকেট দল সহ গুজরাট টাইটানসের হয়েও খেলেন। আইপিএলে তিনি এই দলের হয়েই খেলেন। এবার তিনি ক্রিকেটের পাশাপাশি নিজের একটি উদ্যোগ শুরু করলেন। সঙ্গী প্রীতি জিন্টা।
শুভমন গিল একটি নতুন জিম চেন শুরু করলেন। তাঁর সেই জিম চেনের নাম ড্রাইভ ফিট। এই কাজে তাঁর সঙ্গী হয়েছেন প্রীতি জিন্টা। এদিন তাঁদের এই জিমের প্রচার করতে দেখা যায়।
ক্রিকেট কিট যেমন ব্যাট বলের সঙ্গে ডাম্বেল, ইত্যাদি সহ ছবি তুলেছেন। ছবির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শুভমন এবং প্রীতিকে। তাঁদের মাথার উপর লেখা ড্রাইভ ফিট। সঙ্গে বলের একটি সিম্বল দেওয়া।
শুভমনের প্রেমের চর্চা
সম্প্রতি গুজব রটে যায় যে সারা তেন্ডুলকর নন, বরং ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। তবে সবটা যে কেবলই গুজব সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ঋদ্ধিমা। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন তিনি শুভমন গিলকে চেনেনই না। ঋদ্ধিমা এই বিষয়ে সম্প্রতি জানিয়েছেন এটা মোটেই কোনও পাবলিসিটি স্টান্ট নয়। একই সঙ্গে এই বিষয়ে জানান, 'আমি এটা নিয়ে রিঅ্যাক্ট কেন করব? যেটা সত্যি সেটা তো আমি জানি। আমি এসব গুজবকে বেশি পাত্তা দিতে চাইছি না কারণ সেটা বোকামো হবে। যদি আমার এটা করতেই হতো আমি বিগ বসেই সেটা করতাম। নিজের নাম কারও সঙ্গে জুড়ে পাবসিলিটি পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু সেটা করিনি।'
প্রসঙ্গত শুভমন গিলের সঙ্গে একাধিক অভিনেত্রী বা মহিলার নাম জড়িয়েছে ইতিমধ্যে। কখনও সারা আলি খান, কখনও সারা তেন্ডুলকর. কখনও অভনীত কৌরের সঙ্গে নাম শোনা গিয়েছে তাঁর।