অভিনেতা সতীশ শাহ বলেন, আমি এমন মহিলা অনুরাগীদের সঙ্গে কথা বলেছি, যাঁরা বলেছেন, আপনার মতো শ্বশুরমশাই হলে দারুণ হয়। কোনও পুরুষ অনুরাগী বলেছেন আপনার মতো বাবা পেলে বেশ খুশি হব। তবে আবার এমন মহিলার সঙ্গেও দেখা করেছি, যিনি আবার বলেছেন, আপনার মতো যদি স্বামী হয় আমার তাহলে ঘৃণাই তৈরি হবে।’
সতীশ শাহ
‘সারাভাই ভার্সেস সারাভাই’ দেখেছেন এমন দর্শকের সংখ্যা নেহাত কম নেই। জনপ্রিয় এই কমেডি শোয়ের দৌলতেই জনপ্রিয়তা পান অভিনেতা সতীশ শাহ। তবে জনপ্রিয়তা পেলেও কোনও মহিলাই নাকি তাঁর মতো স্বামী চান না। এক সাক্ষাৎকারে এমনই বলেছেন অভিনেতা সতীশ শাহ। অভিনেতার দাবি, মহিলারাই তাঁকে এমন কথা বলেছেন।
কমেডি শো 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর ইন্দ্রবদন সারাভাই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সতীশ শাহ বলেন, ‘এই কমেডি শোটি বাচ্চা থেকে বড় সকলেই প্রায় দেখেছেন। আমি এমন মহিলা অনুরাগীদের সঙ্গে কথা বলেছি, যাঁরা বলেছেন, আপনার মতো শ্বশুরমশাই হলে দারুণ হয়। কোনও পুরুষ অনুরাগী বলেছেন আপনার মতো বাবা পেলে বেশ খুশি হব। তবে আবার এমন মহিলার সঙ্গেও দেখা করেছি, যিনি আবার বলেছেন, আপনার মতো যদি স্বামী হয় আমার তাহলে ঘৃণাই তৈরি হবে।’
সতীশ শাহ কমেডি শো প্রসঙ্গে বলেন, ‘সারাভাই-এর নির্মাতারা যখন আমার বাড়িতে এসেছিলেন, তখন আমি গুরুত্ব সহকারে গল্প শুনেছিলাম। জানি শোয়ে আমার ভূমিকা একজন বাবার। গল্প শুনেই রাজি হয়ে যাই। এদিকে শোটি শুরু হওয়ার পর টিআরপি পড়ে যায়, যদিও তাতে কারোর কোনও দোষ ছিল না, সকলেই এটার জন্য ভীষণ খেটেছিলেন। তবে লোকজন পরে গল্পটা বুঝতে পারে, উপভোগ করতে শুরু করে, তখন টিআরপি ফের বাড়তে থাকে।’