বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত 'সুপার সিঙ্গার' অন্বেষার

Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত 'সুপার সিঙ্গার' অন্বেষার

অন্বেষা, রূপান্তরকামী প্রতিযোগী

 অন্বেষার কথায়, কখনও কখনও মনে হয় এই আলোচনার প্রয়োজন রয়েছে। আমার মতো এমন অনেকেই হয়ত চান গান বা অন্যকিছু নিয়ে উঠে আসতে, কিন্তু রূপান্তরকামী বা এমন কিছু হওয়ার কারণে ‘আমাকে হয়ত নেবে না’, এমন ধারনা থেকে অনেকেই পিছিয়ে যান। সেটা যাতে না হয়, সেজন্য এই আলোচনার প্রয়োজন বৈকি।

গত ৫ মাস ধরে বারবার আলোচনায় উঠে এসেছে স্টার জলসার ‘সুপার সিঙ্গার-৪’। এই শোয়ের সঙ্গে যিনি বারবার আলোচনায় এসেছেন তিনি হলেন রূপান্তরকামী প্রতিযোগী অন্বেষা। নাহ নেতিবাচক নয়, ইতিবাচক কারণেই আলোচনায় এসেছেন তিনি। গানের জন্য প্রশংসিতও হয়েছেন। রবিবার এই গানের রিয়ালিটি শোয়ের ফল ঘোষণা হয়। যদিও সেই ফলে বিজয়ী কিংবা রানার্স আপ হতে পারেননি রূপান্তরকামী প্রতিযোগী অন্বেষা। তৃতীয় স্থান অর্জন করেছেন। 'সুপার সিঙ্গার ২০২৩'-এর ফল ঘোষণার পর হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ফোনে ধরা দিলেন অন্বেষা।

'সুপার সিঙ্গার'-এর যাত্রাটা ঠিক কেমন?

অন্বেষা: অভূতপূর্ব! এখানে এসে আমি অনেককিছু শিখেছি। গানের বিষয়ে তো বটেই, পাশাপাশি কীভাবে স্টেজে গান করতে হয়, ক্যামেরার সামনে গান করতে হয় এমন বেশকিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, যেগুলো জানা ছিল না, ওগুলো এখানে এসে জেনেছি, শিখেছি।

বিজেতার মুকুট পাননি, তবে প্রথম তিনজনের মধ্যে রয়েছেন কী বলবেন?

অন্বেষা: আমি একেবারেই আশা করি নি যে প্রথম তিনজনের মধ্যে থাকব। তবে তৃতীয় হতে পেরে বেশ ভালো লাগছে। বাকি সবকিছু ভুলে সকলে যে আমার গানটাকে ভালোবেসেছেন, সেটা ভেবে এবং জেনে খুব আনন্দ পেয়েছি।

রিয়েলিটি শোয়ে প্রথম রূপান্তরকামী প্রতিযোগী হিসাবে আলোচনায় এসেছেন, এই আলোচনার সত্যিই কি প্রয়োজন আছে?

অন্বেষা: কখনও কখনও মনে হয় এই আলোচনার প্রয়োজন রয়েছে। আমার মতো এমন অনেকেই হয়ত চান গান বা অন্যকিছু নিয়ে উঠে আসতে, কিন্তু রূপান্তরকামী বা এমন কিছু হওয়ার কারণে ‘আমাকে হয়ত নেবে না’, এমন ধারনা থেকে অনেকেই পিছিয়ে যান। সেটা যাতে না হয়, সেজন্য এই আলোচনার প্রয়োজন বৈকি। আমি চাই আমার মতো যাঁরা, যাঁদের গান, নাচ, বা শৈল্পিক বিষয়ে যোগ্যতা রয়েছে, তাঁরাও উঠে আসুক। আমার মতো অনেকে আছেন, যাঁরা আবার ভালো নাচেন, অথচ রিয়েলিটি শোয়ে আসতে চান না। আমি চাই এই বিষয়টা যাতে না হয়।

আবার যদি ভাবি, এটা নিয়ে হয়ত আলোচনা করারও কিছু নেই, আর পাঁচজন অন্যান্য প্রতিযোগীর মতো আমরাও থাকব, সেটাই তো উচিত। তবে আলোচনা হলে যদি মানুষের ভাবনা বদলানো যায়, তাহলে সেটা তো ভালোই। অন্তত আমাকে দেখে আমার মতো অনেকে তো ভাববেন আমিও পারি এবং আমারও তাহলে সুযোগ রয়েছে। আমি যে পারি, এটা প্রমাণ করার জন্য একটা জায়গার দরকার ছিল। রাস্তায় বের হলে যেভাবে আমাদের কটূক্তির মুখে পড়তে হয়, এখানে সেধরনের কিছুই পাইনি। আমার কী লিঙ্গ, কী পরিচয় সেসব না ভেবে আমার গানকে ভালোবেসেছেন। সেজন্য খুব খুশি, আনন্দ পেয়েছি।

রূপান্তরকামী হওয়ার কারণে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন?

অন্বেষা: প্রথমদিকটা এখানে এসে একটু সমস্যা মনে হয়েছিল, তবে দীর্ঘ ৬ মাসে আমি সকলের সঙ্গে মিশে গিয়েছি। সকলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। সকলের কাছে ভালোবাসা পেয়েছি।

আরো পড়ুন-Exclusive Super Singer Subhadeep: মায়ের ‘পায়ে’ খরচ করতে চান পুরস্কারের টাকা, সুপার সিঙ্গার শুভদীপের আছে আরও স্বপ্ন

<p>রূপান্তরকামী প্রতিযোগী অন্বেষা</p>

রূপান্তরকামী প্রতিযোগী অন্বেষা

গানের দুনিয়ায় আসার জন্য পরিবারকে কতটা পাশে পেয়েছেন?

অন্বেষা: আমার পরিবারই আমাকে ছোট থেকে গান-বাজানার বিভিন্ন দিকে ভর্তি করেন। হাওয়াইয়ান গিটার শিখতাম, সেখান থেকেই গানের প্রতি ভালোবাসা তৈরি হয়। পরে বাউল গান, দেহতত্ত্বের গানের প্রতি ভালোবাসা তৈরি হয়। বিভিন্ন বাউল গানের আখড়ায় গিয়েছি। পরিবার কখনও আমায় গানবাজনায় বাধা দেয়নি। হয়ত সবক্ষেত্রে ওঁরা আমার সঙ্গে সবজায়গায় যেতে পারেননি, কিন্তু কেউ বাধাও দেননি।

গান কীভাবে শিখেছেন?

অন্বেষা: শিখেছি বললে ভুল হবে, এখনও শিখছি। হাওয়াইয়ান গিটার শিখতাম একজন শিক্ষকের কাছে। শাস্ত্রীয় সঙ্গীত শিখি রূপক ভট্টাচার্যের কাছে। এছাড়াও বিভিন্ন বাউল, সাধু, বৈষ্ণবের আখড়ায় গিয়ে নিজেকে গড়ার চেষ্টা করে যাচ্ছি এখনও।

পুরুলিয়া, কলাকাতা অনেক দূরত্ব, ওখানে থেকে গানের জন্যই এতদূর উঠে আসা, সেটা কীভাবে?

অন্বেষা: আসলে আমার বাবার দেশের বাড়ি ছিল সুন্দরবনের দিকে একটা গ্রামে। বাবা চাকরি সূত্রে পুরুলিয়া থাকতেন। সুন্দরবনে আসতে গেলে কলকাতা দিয়ে আসতেই হয়। এছাড়াও কলকাতার সোনারপুর, গড়িয়া এই এলাকায় আমাদের আত্মীয়-স্বজন রয়েছেন। তাই কলাকায় আসা যাওয়াই ছিল। এছাড়া একাদশ শ্রেণিতে পড়ার সময় কলকাতায় ভিডিয়ো এডিটিং শেখা শুরু করি। কলকাতার কলেজেই আমার পড়াশোনা।

সুপার সিঙ্গারে মেন্টারদের কতটা পাশে পেয়েছেন?

অন্বেষা: মেন্টারদের ভীষণভাবেই পাশে পেয়েছি। সুজয়দা (সুজয় ভৌমিক), দীপান্বিতা দি (দীপান্বিতা চৌধুরী, তীর্থ দা সকলেই ভীষণ সাহায্য করেছেন। বিশেষ করে তীর্থদা (তীর্থ ভট্টাচার্য)র কাছ থেকে অনেক কিছু শিখেছি এই দীর্ঘ যাত্রায়। এছাড়াও শোভনদা (শোভন গঙ্গোপাধ্যায়) অনেককিছু শিখিয়েছেন। এঁরা না থাকলে হয়ত এই যাত্রাটা হয়ত কঠিন হয়ে যেত। আমি কৃতজ্ঞ।

এই যে 'ফেম' পেলে কীভাবে দেখছেন?

অন্বেষা: 'ফেম' পেতে তো ভালো লাগে, তবে সেটা যেন ধরে রাখতে পারি। মানুষের এই ভালো লাগাটা যেন বাঁচিয়ে রাখতে পারি। ইশ্বরের কাছেও এই প্রার্থনাই করব।

এবার লক্ষ্য কী?

অন্বেষা: প্লে-ব্যাক করতে চাই। বিভিন্ন লোকগান, লোকসংস্কৃতির বিষয়ে শিখতে চাই। লোকসংস্কৃতি, লোকগানের বিভিন্ন ধারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো একত্রিত করে মানুষের কাছে তুলে ধরতে চাই। নতুন নতুন কাজ মানুষকে উপহার দিতে চাই।

কীভাবে জীবন কাটাতে চান?

অন্বেষা: গোটা জীবনটা গানবাজনা করতে করতে, পাশে থাকা মানুষদের সঙ্গে আনন্দ করেই কাটিয়ে দিতে চাই।

বায়োস্কোপ খবর

Latest News

হাতে ট্রে, তেল-মশলা কষিয়ে রান্নাঘরে এবার রাঁধবে এক রোবট! হতবাক কনীনিকা গরমে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ! সবুজ রাখতে শুধু এই ৫টি টিপস মেনে চলুন 'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা দিল্লিতে জয়শংকর, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং মোদীর, কাশ্মীরে কী পরিস্থিতি? প্রয়াণের মাত্র ৩৭ দিন আগে অস্কার পান সত্যজিৎ, কী বলেছিলেন হাসপাতালের বেডে শুয়ে? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ সৌদির সফর ছেঁটে বুধে দিল্লি ফিরলেন মোদী, এসেছে ট্রাম্পের ফোন, নেতানিয়াহুর বার্তা একটি ফ্রিজ কত বিদ্যুৎ খরচ করে? নিয়মিত ফ্রিজ চালিয়েও বিদ্যুৎ বিল বাঁচাবেন কীভাবে? ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের জঙ্গিদের মুখে ছিল মোদীর প্রতি তিরস্কার? কেউ বললেন,'গুলি চালানোর আগে…'

Latest entertainment News in Bangla

হাতে ট্রে, তেল-মশলা কষিয়ে রান্নাঘরে এবার রাঁধবে এক রোবট! হতবাক কনীনিকা 'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের কেশরী চ্যাপ্টার ২, কী হাল জাট-সিকান্দরের? বক্স অফিসে ঝড় তুলছে কেশরী ২! ৪ দিনে টপকে গেল ইমার্জেন্সি ও দেবা-কে, কত হল আয়? মরে গেল কথা,বউ হারিয়ে মদ্যপ এভি! এবার কি সাহেবের জন্য সুস্মিতার বদলে নতুন নায়িকা রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক ২৮শেও অটুট সৌরভ-ডোনার দাম্পত্য! ‘খুব ধৈর্য ওঁর…’ স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ দাদা আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু? মা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! বউয়ের থেকে বর ৮ বছরের ছোট, বলুন তো কোন বলি তারকা?

IPL 2025 News in Bangla

মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 WC 2026-এর দলে ঢুকতে পারেন কারা? KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.