বক্স অফিসে একটা সময় ১০০ কোটির ক্লাবের মুকুটহীন সম্রাট ছিলেন সলমন খান। কিন্তু গত কয়েক বছর বক্স অফিসে সেভাবে ছক্কা হাঁকাননি ভাইজান। তাঁকে টপকে গিয়েছেন শাহরুখ, রণবীররা। তবে টেলিভিশনের ক্ষেত্রে সলমন খান এক এবং অদ্বিতীয়! ফিল্মের পাশাপাশি এখন টেলিভিশন থেকেও আপনি ভুরি ভুরি অর্থ কামাতে পারেন! আর আপনি যদি বিগ বসের হোস্ট সলমন খান হোন, তাহলে তো কথাই নেই। আরও পড়ুন-চুমু বিতর্ক অতীত! ভাত-কাপড়ের অনুষ্ঠানে রূপসাকে চোখে হারালেন সায়নদীপ, রইল ছবি
বিগ বস ১৮-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক সলমনের
রবিবার, ৬ অক্টোবর থেকে কালার্স টিভিতে সম্প্রচার শুরু হল বিগ বসের নয়া সিজনের। এই বছরও এই শো-এর মূল আকর্ষণ সলমন খান। সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সলমন এই মরসুমে বিগ বস হোস্ট করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন! হ্যাঁ, অর্থাৎ চার সপ্তাহে ৮টি এপিসোড হোস্ট করার জন্য এই বিপুল পরিমাণ অর্থ নেবেন ভাইজান।
প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রগুলি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে যে তারকা সত্যিই গত মরসুম থেকে তার পারিশ্রমিক বাড়িয়েছেন। চূড়ান্ত সংখ্যাটি প্রতিবেদনে উদ্ধৃত মাসিক ৬০ কোটি টাকার কাছাকাছি আসে নিশ্চিতভাবে। সূত্রের খবর, আগের সিজনের মতো এই সিজন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তাহলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন।
সলমন টেলিভিশনের একমাত্র কিং!
দেড় দশক ধরে বিগ বসের সঞ্চালক সলমন খান, এখন বিগ বসের সমর্থক শব্দ সলমন খান। সলমন সঞ্চালক হিসাবে পথ চলা শুরু করার আগে আরশাদ ওয়ারসি এবং অমিতাভ বচ্চনকেও হোস্ট হিসাবে দেখা গিয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে, যখনই সলমন হোস্টিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন - কখনও আদালতের মামলা লড়তে, কখনও ফিল্মের শুটিংয়ের জেরে, তখন হুড়মুড়িয়ে পড়েছে শো-এর রেটিং। সেই কারণেই প্রতি বছর বিগ বসের নির্মাতারা অভিনেতাকে বেশি পারিশ্রমিক দিতেও একবাক্যে রাজি হয়ে যান।
সলমন ১৫ বছর আগে যখন বিগ বস হোস্ট করা শুরু করার সময় ছবি প্রতি ৫ থেকে ১০ কোটি টাকা আয় করতেন। এখন তিনি প্রতি সিনেমার জন্য ১৫০ কোটি টাকা আয় করেন। যেহেতু একটি সাধারণ বিগ বস সিজন তার ক্যালেন্ডার বছরের এক তৃতীয়াংশ ভাল নেয়, তারকা এখানে সেই পারিশ্রমিকের সঙ্গে সমাঞ্জস্য রেখেই ফি দাবি করেন।
আরও পড়ুন-বিয়ের পর প্রথম পুজোয় অনুপমের থেকে আলাদা প্রশ্মিতা,বরকে নয় তবে কী মিস করছেন USA-তে?
এর জেরেই বর্তমানে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় নাম সলমন খান। কেউ ধারেকাছেও আসে না। বর্তমানে টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় 'অনুপমা'র জন্য প্রতি এপিসোডের জন্য ৩ লাখ রুপি পারিশ্রমিক নেন। বিগ বসের মরশুমের মতো হিসাব করলে তাঁর আয় দাঁড়াবে ২ কোটি টাকার মতো।
অন্যদিকে কপিল শর্মা দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের প্রথম সিজনের জন্য প্রায় ৬০ কোটি টাকা আয় করেছেন। কৌন বনেগা ক্রোড়পতি আর অমিতাভ বচ্চন, ওতোপ্রোতভাবে জড়িয়ে। ৮৩ বছর বয়সেও প্রতি সপ্তাহে পাঁচটি এপিসোড শ্যুট করেন অমিতাভ, যেখানে সলমন মাত্র ২টি এপিসোডের কাজ করেন।