তিনি রামপ্রসাদ থেকে শুরু করে বামাখ্যাপা সহ একাধিক চরিত্রে অভিনয় করেছেন। খ্যাতি অর্জন করেছেন অল্প দিনেই। কেবল ছোট পর্দায় নয়, সিনেমা, সিরিজেও কাজ করেছেন তিনি। তবে এবার সব্যসাচী রইলেন ক্যামেরার পিছনে। তাঁর পরিচালিত ছবি এবার দেখা যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির নাম নিষ্পত্তি। যদিও সব্যসাচী চৌধুরী পরিচালিত ছবিটি পূর্ণ দৈর্ঘ্যের নয়, বরং শর্ট ফিল্ম।
আরও পড়ুন: আবারও পিছিয়ে গেল ডন ৩ -এর শ্যুটিং! জানুয়ারির বদলে কবে থেকে শুরু হবে রণবীরের ছবির কাজ?
আরও পড়ুন: সিঁড়ি জুড়ে বলিউড তারকাদের হাট বসেছে! অক্ষয়, অভিষেক, রীতেশ সহ কারা থাকছেন হাউজফুল ৫ -এ?
সব্যসাচীর পরিচালিত ছবি দেখা যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
নিষ্পত্তি ছবিটির গল্পও লেখা সব্যসাচী চৌধুরীর। তিনিই পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় অভিনয়ে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়কে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পায়েল দেও। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা মিলবে রূপম সিংহ এবং মৃদুল এম মজুমদারকে। জানা গিয়েছে এই ছবিটি ১৯ মিনিটের। গল্পে উঠে আসবে এক বৃদ্ধের কথা যে জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন। আর সেই কারণগুলোর জন্য শেষ হয়েছে তাঁর পারিবারিক জীবন। এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই তাঁর এক পুরোনো বন্ধু কোথা থেকে এসে তাঁর জীবনে ১ মিনিট উপহার দিতে চায়। তারপর কী ঘটে সেটা নিয়েই এই ছবি।
প্রসঙ্গত বর্তমানে সব্যসাচী চৌধুরীকে আর তেমন পর্দায় দেখা যায় না। তিনি আপাতত তাঁর বন্ধু তথা সহকর্মীদের সঙ্গে তাঁদের ইউটিউব চ্যানেল ন্যাড়া ছাদের গপ্পোতে নানা ধরনের অডিও স্টোরি পোস্ট করেন। সেই ন্যাড়া ছাদের গপ্পোকেই সম্প্রতি প্রযোজনা সংস্থার রূপ দিয়েছেন। আর প্রযোজনা সংস্থার অধীনে তাঁরা বিভিন্ন কাজ আনবেন। যদিও প্রথমে ছোট ছোট কাজ দিয়েই শুরু করবেন।
নিষ্পত্তি ছবিটি কিফে মনোনীত হওয়ায় গোটা টিম দারুণ খুশি। খুশির খবর এই ছবির অন্যতম স্তম্ভ, পায়েল দে শেয়ার করে লেখেন, 'কঠোর পরিশ্রম কাজ করে। শুভেচ্ছা গোটা টিমকে।'
আরও পড়ুন: রেট্রো লুকে আলিয়া-রণবীর, সিনেমার শুটিং না কোনও থিম পার্টির প্রস্তুতি?
এই বিষয়ে বলে রাখা ভালো, সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন সব্যসাচী চৌধুরীর ভাই। সেখানে তাঁর নিকট বন্ধু যেমন সায়ক চক্রবর্তী, পায়েল দে, প্রমুখ উপস্থিত ছিলেন।