কখনও তিনি ‘বামাখ্যাপা’, কখনও ‘রামপ্রসাদ’, ছোটপর্দায়, এই চরিত্রগুলোর হাত ধরেই জনপ্রিয়তা পান অভিনেতা সব্যসাচী চৌধুরী। 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে ‘বামাখ্যাপা’ দিয়েই প্রথমে জনপ্রিয়তা পেয়েছিলেন। এসবের মাঝেই বান্ধবী ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে ভেঙে পড়েছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া থেকেও দূরে সরে যান। অভিনয় দুনিয়া থেকেও বেশকিছুদিন বিরতি নিয়েছিলেন, তবে পরে ফের ‘রামপ্রসাদ’ ধারাবাহিক দিয়েই পর্দায় ফেরেন সব্যসাচী।
‘রামপ্রসাদ’ ধারাবাহিকে অভিনেত্রী সব্যসাচীর সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দে-কে। মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল। গত এপ্রিলেই শেষ হয়েছে সেই ধারাবাহিক। তবে ফের শোনা যাচ্ছে সব্যসাচী-পায়েলের একসঙ্গে কাজ করার খবর। নতুন ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন তাঁরা। জানা যাচ্ছে, এই কাজটি স্বাধীনভাবেই করছেন সব্যসাচী-পায়েলরা। এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন টলিপাড়ার আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা। ইতিমধ্যেই এই সিরিজের শ্যুটিংও হয়ে গিয়েছে।
যদিও এই ওয়ের সিরিজের আগে 'ন্যাড়া ছাদের গপ্পো' নামে এক ইউিউব চ্যানেলে নিজের গল্প পাঠ করেছেন পায়েল দে। যে ইউটিউব চ্যানেলের সঙ্গে নিয়মিত যুক্ত সব্যসাচী চৌধুরী নিজেও।