নতুন ধারাবাহিক 'আনন্দী'র হাত ধরে ফের একবার পর্দায় ফিরছেন অভিনেত্রী রূপা (রূপালী) ভট্টাচার্য। এদিকে এসবেরই মাঝে সোশ্যাল মিডিয়ায় লাগাতার হুমকি পাওয়ার অভিযোগ আনলেন রূপা। এধরনের হুমকির ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এদিকে এই ঘটনায় পুলিশ-প্রসাশনের বিরুদ্ধে নির্বিকার থাকার অভিযোগ তুলেছেন রূপা।
এবিষয়ে আনন্দবাজারকে অভিনেত্রী রূপা (রূপালী ভট্টাচার্য) জানান, আরজি কর কাণ্ডের শুরু থেকেই প্রতিবাদে সামিল তিনি। কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছেন তিনি। নির্যাতিতা চিকিৎসক তরুণীর মতো তিনিও একজন মেয়ে। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে যেকোনও মহিলার সঙ্গেই এই অঘটন ঘটতে পারে। আর সেই জায়গা থেকেই তিনি প্রতিবাদ করেছেন। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। এমনকি তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ রূপার। অভিনেত্রীর কথায়, তাঁকে আক্রমণ করে যে সব ভাষা প্রয়োগ করা হচ্ছে, সেগুলি এতটাই নিম্ন রুচির তা তিনি মুখেও আনতে পারবেন না।
অভিনেত্রীর দাবি, এবিষয়ে তিনি অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশের সাইবার শাখায় ইমেলও করেছেন। তবে কোনও জবাব মেলেনি। তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, তাতেও লাভ হয়নি। এদিকে তাঁকে হুমকি দেওয়ার পরিমান ক্রমাগত বেড়েছে। তাঁর অভিযোগ, এক্ষেত্রে প্রশাসন চুপ থেকে অুপরাধীদের মদত দিচ্ছে। তাই রূপা ভট্টাচার্যের প্রশ্ন ‘রক্ষকই যদি দর্শক হয়, তাহলে নিরাপত্তা কে দেবে?’