বরফে ঢাকা চারিদিক, তাহসানের সঙ্গে একটুকরো স্বর্গে ছুটির মেজাজে রোজা! কোথায় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন মিথিলার প্রাক্তন?
Updated: 01 Mar 2025, 03:52 PM IST Subhasmita Kanji 01 Mar 2025 tahsan Khan, roza ahmed, রোজা, রোজা আহমেদ, রোজার, তাহসান, তাহসান খান, তাহসানেরRoza-Tahsan: ২০২৫ সালে তাহসান দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম রোজা আহমেদ। বিয়ের পর বর্তমানে তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছেন। আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায় ছুটি কাটাচ্ছেন তাঁরা। সেখান থেকেই এদিন একগুচ্ছ ছবি পোস্ট করলেন রোজা।
পরবর্তী ফটো গ্যালারি