পরিশেষে তিনি বলেন, এই মানুষগুলোর দায়িত্ব তাদের নয়, তাদের বিলও পরিশোধ করেনি, তাই সে যাই হোক না কেন, সে একই থাকবে এবং কাউকে কোনো ব্যাখ্যা দেবে না।যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশের সম্পর্কের গুঞ্জন চলছে বিগত কয়েকমাস ধরে। দুজনকে অনেকবার একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে, আবার সোশ্যাল মিডিয়াতেও তাঁদের একে অপরের জন্য পোস্ট করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, চাহালের প্রতিটি ম্যাচেই তাঁকে সমর্থন জানাতে হাজির হয়েছেন মাহভাশ। আবার, ক্রিকেটারদের টিম বাসেও উঠতে দেখা গিয়েছিল চাহালের এই চর্চিত প্রেমিকাকে। আর এবার চাহাল ও তাঁকে ঘিরে চলা গুঞ্জনগুলি তাঁকে প্রভাবিত করে বলে জানাচ্ছেন মাহভাশ।
ঠিক কী বলেছেন মাহভাশ?
ফ্রি প্রেস জার্নালের সঙ্গে কথা বলার সময়, মাহভাশ বলেছেন যে এমন একটা সময় যাচ্ছিল যে যখন তাঁর মনে হচ্ছিল যে হাল ছেড়ে দেওয়া উচিত। কারণ তিনি কিছু ভুল ট্রaল এবং গুঞ্জনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। মাহভাশের কথায়, ‘আমি অবাক হয়ে ভাবছিলাম কেন এই লোকজন আমার সঙ্গে এমন করছেন। আমি এমন একটা মেয়ে যে নিজের মতো করে জীবন যাপনের চেষ্টা করছে। কেন এই লোকেরা আমার সঙ্গে এত খারাপ আচরণ করছে! যখন তাঁরা সত্যি কী তা জানে না! মনে হচ্ছিল, সোশ্যাল মিডিয়া, পাবলিক লাইফ সব ছেড়ে পালিয়ে যাই।'
মাহভাশ আরও বলেন, তিনি ফিরে যেতে চান এবং স্বাভাবিক জীবনযাপন করতে চান। তিনি বলেন, 'আমার মনে হচ্ছিল, পাহাড়ে কোথাও লুকিয়ে ম্যাগি বিক্রি করে জীবন কাটাই।'
আরও পড়ুন-'জিয়া অবসাদে ডুবে ছিল, সূরজকে সেসময় ফোনও করেছিল, তবে…' মুখ খুললেন জারিনা ওয়াহাব