Rituparna Sengupta-Ferdous Ahmed: বন্ধুর আবদার! ঢাকায় ফিরদৌসের বাড়িতেই রাত্রিবাস ঋতুপর্ণা, হল অতিথি আপ্যায়ন
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2023, 12:23 PM IST‘অনেকদিন পর ঋতু ঢাকায় এসেছে, তাই বললাম বাইরে না থেকে যেন আমার বাড়িতেই থাকে। একদিনের জন্য হলেও অতিথি আপ্যায়ন করতে চাই। খুব আনন্দসহকারে ঋতু আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনেকদিন পর দুই বন্ধুর আড্ডা হল।’ বন্ধু ফিরদৌসের সঙ্গে ছবি ফেসবুকে শেয়ার করেছেন ঋতুপর্ণা।
দুই বন্ধু ঋতুপর্ণা-ফিরদৌস