'ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এর নতুন সিজন দিয়ে বলিউডে অভিষেক করলেন ঋষি কাপুর ও নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি। বরাবরই নিজেকে গ্ল্যামার ওয়াকর্ল্ড থেকে দূরে রেখেছেন তিনি। ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করার খাতিরে আজকাল থাকেন দিল্লিতেই। তবে বাপের বাড়ির যে কোনো অনুষ্ঠানে হাজির হতে ভোলেন না। ননদ আর ভাইয়ের বউ অথবা বউদিদের সম্পর্ক নিয়ে এমনিতেই লোক বলে সাপে-নেউলে সম্পর্ক। তবে ঋদ্ধিমা আর আলিয়া যে একেবারেই তেমনটা নয়, তা প্রমাণ করে দিল, সম্প্রতি রণবীর-পত্নীকে নিয়ে তাঁর বলা কিছু কথা।
আলিয়া সম্পর্কে যা বললেন ঋদ্ধিমা
ভাইয়ের বিয়ের পর আলিয়ারে পরিবারের অংশ করা নিয়ে ঋদ্ধিমা বললেন, ‘আমরা একে অপরের কাছাকাছি থাকতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আমরা ওদের স্পেস দিয়েছি। মোটেও রোজ ফোন করি না… আসলে ওর দিক থেকেও পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে অনেকটা করেছে। আমরা তাকে ভালোবাসি, যে কোনো সময় তার পাশে আছি। আর এটা খুব স্বাভাবিকভাবে ধীরে ধীরে ঘটেছে। জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি কারও উপরই।’
২০২২ সালের এপ্রিলে বান্দ্রায় নিজের বাড়ি বাস্তুতে গাঁটছড়া বাঁধেন রণবীর ও আলিয়া ভাট কাপুর। এই দম্পতির বিয়েতে অতিথি ছিলেন মাত্র ৩০-৩৫ জন, শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার। ২০২২ সালের নভেম্বরে তাঁরা তাঁদের কন্যা রাহাকে স্বাগত জানান তারা।
আলিয়ার বার্তা ননদের জন্য:
চ্যাটের সময় আলিয়া একটি ভয়েস মেসেজ শেয়ার করে নেন ঋদ্ধিমার উদ্দেশে। অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'পৃথিবীর সব খবর যদি কারো কাছে থাকে, তাহলে সে ঋদ্ধিমা। তিনি আকস্মিকভাবে সবচেয়ে বড় গসিপ বোমা ফেলে দেন এবং দেখা যায় সেগুলো সবই সত্যি। তাই ও আমাদের সবার থেকে অনেক এগিয়ে, এমনকী ওর ভাইয়ের (রণবীর) থেকেও। তবে হ্যাঁ, সে সবচেয়ে দয়ালু, ভালোবাসায় মোড়া, উদার মানুষ। আর সঙ্গে সবচেয়ে মজাদার পিসি। যে রাহাকে নতুন নতুন জিনিস শিখিয়েছেন। তোমাকে ধন্যবাদ, আমি আজকাল দিনে প্রায় ২০ বার 'উমা যোশী ইয়ে ইয়ে' করছি। আমার জীবনের অন্যতম চমৎকার বোন হিসাবে পেয়ে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ বোধ করি। না ননদ বলব না, কারণ তুমি তার চেয়েও অনেক বেশি।
ফ্যাবুলাস ওয়াইভস ভার্সেস বলিউড ওয়াইভস সিজন ৩ নেটফ্লিক্সে দেখার জন্য উপলব্ধ।