
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শাহরুখ খানের পরবর্তী ছবি 'কিং' পরিচালনা থেকে সরে দাঁড়াচ্ছেন সুজয় ঘোষ, এমন খবর প্রকাশ্যে আসার পর মনটা খারাপ করেছিল অনেক বাঙালিরই। তবে এবার মিড-ডে-র রিপোর্ট অনুযায়ী, সুজয় এখন অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে একটি থ্রিলার বানাতে ব্যস্ত।
একটি সূত্রকে উদ্ধৃত করে সেই প্রতিবেদনে বলা হয়, শাহিদ আগে চিত্রনাট্য নিয়ে আগ্রহী ছিলেন, কিন্তু সময়টা ঠিক ছিল না। এখন, সুজয় এবং তিনি, উভয়ই তাদের শিডিউল ম্যাচ করার এবং এই কাজটা আগে করে ফেলার দিকে অগ্রাধিকার দিচ্ছেন। গল্পের বিশদ বিবরণ অপ্রকাশিত থাকলেও, সেটা থ্রিলার ঘরনার বলেই জানা গিয়েছে। আর রহস্য ছবি বানানো নিয়ে সুজয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলারও তো অবকাশ নেই। ২০১২ সালে বিদ্যা বালান অভিনীত তাঁর কাল্ট সিনেমা কাহানি থেকে শুরু করে তার সর্বশেষ নেটফ্লিক্স ইন্ডিয়ার জন্য তৈরি জানে জান জান, সবই সুপার হিট।
আরও পড়ুন: ১৩ বছর প্রেমের পর ছাদনাতলায়, বিয়ের শপিং শুরু অঙ্কুশ-ঐন্দ্রিলার, ২০২৫-এই শুভ কাজ
শাহিদ নিজেও এই ঘরনার সঙ্গে খুব একটা অপরিচিত নন। এমনকী রোমান্টিক হিরো হিসাবে তাঁর প্রথম দিনগুলিতে, শাহিদ ফিদা (২০০৪) করেছিলেন, যা থ্রিলার। তিনি ২০০৬ সালে ৩৬ চায়না টাউনেও কাজ করেন। ২০১০ সালের হিস্ট থ্রিলার বদমাশ কোম্পানি, বিশাল ভরদ্বাজের হায়দার (২০১৪), আলি আব্বাস জাফরের অ্যাকশন থ্রিলার ব্লাডি ড্যাডি-তেও রহস্যের ছাপ ছিল। সঙ্গে, ২০২৩ সালে প্রাইম ভিডিও ইন্ডিয়ায় রাজ অ্যান্ড ডিকে-র থ্রিলার শো ফারজি দিয়ে ডিজিটালে ডেবিউ করেছিলেন।
আরও পড়ুন: মেয়ে দুয়াকে ন্যানির কাছে রাখতে চান না, বড় সিদ্ধান্ত দীপিকার, কোন ছবির কাজ পিছোচ্ছে?
সূত্রে খবর, শাহরুখ খানের জন্য তৈরি ক্রাইম ড্রামা 'কিং' পরিচালনা করবেন না সুজয় ঘোষ। বরং শাহরুখ বেশি ভরসা করছেন তাঁর পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দকেই। ছবির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। কিন্তু কেন সুজয়ের জায়গায় সিদ্ধার্থ এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: আল্লু ম্যারাথনে চাপে বরুণ! ২৫ তম দিনেও বক্স অফিসে ছক্কা পুষ্পা ২র, রবিবার কার আয় কত
তবে খবর আসতেই, প্রশ্ন উঠছে ফের একবার কি তিনি বাঙালিকে ভরসা করতে পারলেন না? যেমন কিছু বছর আগে আইপিএলে ভরসা করতে পারেননি বাংলারই ছেলে সৌরভকে। কলকাতা নাইট রাইডার্স দলেই রাখেননি। তেমনই কি এবারেও বাঙালিতে ভরসা হারালেন কিং খান?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports