‘পুষ্পা: দ্য রাইজ’-এর পর আসছে ‘পুষ্পা: দ্য রুল’। করোনা পরবর্তী সময়ে আক্ষরিক অর্থে দেশবাসীকে হলমুখী করেছিল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। আঞ্চলিকতার সব সীমারেখা ছাড়িয়ে গোটা দেশ মজেছিল পুষ্পা ম্যাজিকে। সেই ম্যাজিক এখনও অটুট ভক্তদের মনে। এরই মধ্যে শ্যুটিংয়ের সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছে 'শ্রীবল্লী' রশ্মিকা মন্দনার ছবি।
‘পুষ্পা ২’-এর সেটে শ্রীবল্লীর লুকে রশ্মিকা
প্ল্যাটফর্ম এক্স (আগে ছিল টুইটার)-এ এক নেটিজেন 'শ্রীবল্লী' লুকে রশ্মিকার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে দেখা যাচ্ছে, লাল আর সোনালি রঙের শাড়ি, গা ভর্তি গয়না পরেছেন রশ্মিকা। চুলে ফুলের মালাও পরেছেন। অভিনেত্রীকে চারিদিকে ঘিরে রয়েছে তাঁর টিম। অপেক্ষারত ভক্তদের দেখে মাথা নাড়িয়ে হাতজোড় করে নমস্কার করেন রশ্মিকা। ভিডিয়োতে লক্ষ্য করা যাচ্ছে রশ্মিকা কপালে চওড়া করে সিঁদুর পরেছেন। পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি নিরাপত্তারক্ষীদেরও অভিনেত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। আরও পড়ুন: উন্মুক্ত বেবিবাম্প, ফেটে পড়ছে প্রেগন্যান্সি গ্লো, কোথায় দেখা মিলল আলানার