মাত্র ৩৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। ১২ মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পোস্ট করেন তিনি। বিরাটের অবসর নেওয়ার ঘোষণা শুনেই ভীষণভাবে মুষড়ে পড়েন ক্রিকেটপ্রেমিকরা। সমাজ মাধ্যমের পাতায় বিরাটকে শ্রদ্ধা জানান একাধিক বলি তারকা।
সোমবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ আবেগঘন নোট লেখেন বিরাট কোহলি। তিনি লেখেন, ‘১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটের ব্যাগি ব্লু টুপি পরি আমি। সত্যি বলতে আমি কল্পনাও করিনি এই ফরম্যাটে আমি এতটা এগিয়ে যেতে পারব। এই ফরম্যাট আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে, আমাকে শিক্ষা দিয়েছে যা সারা জীবন আমি বয়ে নিয়ে বেড়াবো।’
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
ক্রিকেটার আরও লেখেন, ‘এই ফরম্যাট থেকে যে আমি সরে দাঁড়াচ্ছি, এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ কাজ নয়। তবে এটাই এখন যথাযথ বলে মনে করেছি আমি। আমার যা ছিল, সবকিছু উজাড় করে দিয়েছি, প্রতিদানে যা পেয়েছি, তা কোনওদিন কল্পনাও করতে পারিনি। সবার প্রতি কৃতজ্ঞতা দেখেই সরে দাঁড়াচ্ছি। চিরকাল এই টেস্ট কেরিয়ার আমার মনে থেকে যাবে।’
বিরাটের এই পোস্টে কমেন্ট করে রণবীর সিং লিখেছেন, ‘এক বিলিয়নে একজন! ভালো থাকুন রাজা! (লাভ ইমোজি)।’ রণবীরের পাশাপাশি সুনীল শেট্টি X হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি শুধু ক্রিকেট খেলোনি বিরাট.. তুমি তা বেঁচেছো। তুমি এই খেলাকে সম্মান করেছো, আগুনের নিঃশ্বাস ফেলেছ। দৃঢ়তার সঙ্গে লড়াই করেছ। আবেগ। হৃদয়। গর্জন। দৃঢ়তা। চ্যাম্পিয়ন।’
প্রসঙ্গত, ২০১১ সালে টেস্ট ক্রিকেট ম্যাচে প্রথম অভিষেক হয়েছিল বিরাটের। ভারতের হয়ে তিনি ১১৩টি ম্যাচ খেলেছেন। ৪৮. ৬৭ গড়ে রান করে ৯২৩০ রান করেছেন তিনি, এর মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধসেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
উল্লেখ্য, টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পরেই মুম্বই বিমানবন্দরে দেখতে পাওয়া যায় বিরাট এবং অনুষ্কাকে। তাড়াহুড়োর মধ্যে থাকলেও সৌজন্যবোধ দেখিয়েছেন তাঁরা, দাঁড়িয়ে ছবিও তুলেছেন। তবে এই মুহূর্তে তাঁরা কোথায় যাচ্ছেন তা এখনও জানা যায়নি।