কাপুর পরিবারের কন্যে তিনি, যদিও গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে রয়েছেন অনেকখানিই দূরে। পেশায় ব্যবসায়ী ঋদ্ধিমা কাপুর সাহানি, যিনি নীতু ও ঋষি কাপুরের মেয়ে ও রণবীর কাপুরের দিদি। সম্প্রতি ইউকে-ভিত্তিক রেডিও জকি অনুষ্কা অরোরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋদ্ধিমা জানান, ইনস্টাগ্রামে মেয়ে সামারার কার্যকলাপের ওপর তিনি খুবই নজর রাখেন। তিনি আরও বলেছিলেন যে, তিনি সামারাকে নিজের অ্যাকাউন্টটি ‘ব্যক্তিগত’ (প্রাইভেট) রাখতে বলেছিলেন, যা তিনি করতে সে অস্বীকার করে।
মেয়ের ইনস্টাগ্রামে থাকা নিয়ে যা বলেন ঋদ্ধিমা:
‘মাঝে মাঝে এটি আমাকে উদ্বিগ্ন করে, কারণ সে সোশ্যাল মিডিয়ায় প্রচুর (সক্রিয়) থাকে, সে প্রায় প্রতিদিন তার ছবি এবং ভিডিও পোস্ট করে’, জানিয়েছিলেন ঋদ্ধিমা সাহানি।
তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম যে, সে যদি ইনস্টাগ্রামে থাকতে চায় তবে তাকে তাঁর অ্যাকাউন্ট প্রাইভেট রাখতে হবে। কিন্তু এটা করাও একটা চ্যালেঞ্জ। আমি চাইনি যে সোশ্যাল মিডিয়ায় চলা সমস্ত ধরনের ট্রোলিং ওর ওপরে আসুক। সে আর পাঁচটা ১৩ বছরের মেয়ের মতোই। কোনও মানুষ যখন আপনার নামে খারাপ কথা বলে, স্পষ্টত তা আপনার মনে প্রভাব ফেলে। এসব ভেবেই আমি তাকে বলেছিলাম যে, হয় তাকে প্রাইভেট রাখতে হবে বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। কিন্তু এতে তার জবাব ছিল, প্রাইভেট রাখলে ফলোয়ার পাবে না!’
যদিও এই মুহূর্তে সামারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যক্তিগত। সাক্ষাৎকারে ঋদ্ধিমা তার মেয়েকে 'দুষ্টু কিন্তু বাধ্য বাচ্চা' বলে অভিহিত করেছেন। তিনি স্বীকার করেছেন যে, মেয়েকে শাসন করা তাঁর পক্ষে খুবই কঠিন, কারণ তাঁর স্বামী মেয়েকে বিগড়ে দেয়।
ঋদ্ধিমা সম্পর্কে
ঋদ্ধিমা হলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বড় মেয়ে। রণবীর কাপুর তার ছোট ভাই। কয়েক বছর প্রেম করার পর ২০০৬ সালে ভরতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঋদ্ধিমা। ২০১১ সালে, এই দম্পতি তাদের কন্যা সামারাকে স্বাগত জানায়।
একটি সাক্ষাত্কারে, ঋদ্ধিমা প্রকাশ করেছিলেন যে, তিনি কিশোর বয়সে প্রচুর চলচ্চিত্রের অফার পেয়েছিলেন তবে তিনি ফ্যাশন শিল্পে প্রবেশ করতে চেয়েছিলেন। পরবর্তীকালে জুয়েলারি ডিজাইনের দিকে ঝোঁকেন।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋদ্ধিমা বলেছিলেন, জুয়েলারি ডিজাইনার না হলে তিনি সম্ভবত যোগা প্রশিক্ষক বা শেফ হতেন।
তিনি বলেছিলেন, ‘ওহ গড! কীভাবে অভিনয় করব! আমি যখন লন্ডনে ছিলাম, তখন আমি প্রচুর সিনেমার অফার পাচ্ছিলাম। তবে আমার মনে হয় না যে আমি কখনও এটা করতে চেয়েছিলাম। পরিবারের সঙ্গে এই নিয়ে কথাও বলিনি। আমি লন্ডন থেকে ফিরে এসে বিয়ে করেছি।’
নিজের বেস্ট ফ্রেন্ড ভরত সাহানি-কে বিয়ে করেন ঋদ্ধিমা ২০০৬ সালের ২৫ জানুয়ারি। এবং ২০১১ সালে জন্ম হয় সামারার।